প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC CHSL স্টাডি ম্যাটেরিয়াল 2025 (SSC CHSL Study Material 2025) উপস্থাপন করছি | এই জিকে SSC CHSL স্টাডি ম্যাটেরিয়াল 2025 PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
SSC CHSL Study Material 2025 PDF in Bengali
1-10 SSC CHSL স্টাডি ম্যাটেরিয়াল 2025 প্রশ্ন এবং উত্তর:-
1. পুকুর থেকে সর্বাধিক জলসেচ হয় কোন রাজ্যে?
উত্তর :- তামিলনাড়ু
2. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর :- কিউবা
3. সোলানো কোথাকার বায়ুপ্রবাহ?
উত্তর :- স্পেন
4. প্রাচীনকালে ভাজি নামে পরিচিত ছিল কোন অঞ্চল?
উত্তর :- উত্তর বিহার
5. ভেল্ড কোথাকার তৃণভূমি?
উত্তর :- দক্ষিণ আফ্রিকা
6. গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
উত্তর :- বৃহস্পতি
7. কোন স্থানের সমুদ্রের জলের লবনতা পরিমাণ সর্বাধিক?
উত্তর :- উপক্রান্তীয়
8. পডসল মৃত্তিকা দেখা যায় কোন ধরনের বনভূমিতে?
উত্তর :- সরলবর্গীয়
9. নিম্নের কোথায় পরমাণু বিদ্যুৎ উৎপন্ন হয় না?
উত্তর :- রেণুসাগর
10. চম্বল কোন নদীর উপনদী?
উত্তর :- যমুনা
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
SSC CHSL Study Material PDF in Bengali 2025
11-20 SSC CHSL স্টাডি ম্যাটেরিয়াল প্রশ্ন এবং উত্তর:-
11. ল্যাপ জাতির বাস কোথায়?
উত্তর :- পূর্ব আফ্রিকা
12. ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান কোন নদীতে?
উত্তর :- জাম্বেসী
13. পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উত্তর :- পশ্চিমবঙ্গ
14. ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?
উত্তর :- মধ্যপ্রদেশ
15. কোন নদীর অপর নাম ‘ত্রাসের নদী’ ?
উত্তর :- তিস্তা
16. বেতোয়া কার উপনদী?
উত্তর :- যমুনা
17. অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়?
উত্তর :- কোনোটিই নয়
18. ভূ-পৃষ্ঠের নিকটস্থ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি?
উত্তর :- ট্রপোস্ফিয়ার
19. জলহস্তী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উত্তর :- চন্দ্রভাগা
20. সাম্রাজ্য শহর কাকে বলা হয়?
উত্তর :- নিউইয়র্ক
File Details : SSC CHSL Study Material 2025 PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন |