জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (Latest General Knowledge Questions and Answers 2025) উপস্থাপন করছি | এই জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

Latest General Knowledge Questions and Answers in Bengali

1-15 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর:-

1. ভারতীয় পার্লামেন্টের ক  টি কক্ষ আছে?

উত্তর :- দ্বিকক্ষ

2. রাষ্ট্রপতি সর্বমোট কতজন সদস্যকে পার্লামেন্টে মনোনীত করেন?

উত্তর :- 14 জন

3. ভারতে আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়?

উত্তর :- তিন বছর

4. রাজ্যের অর্থকমিশন কে গঠন করেন?

উত্তর :- রাজ্যপাল

5. সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় –

উত্তর :- 1 এপ্রিল

6. ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন?

উত্তর :- রাষ্ট্রপতি

7. লোকসভার সদস্য পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে?

উত্তর :- 25 বছর

8. ব্যয় মঞ্জুরীর দাবি কার অনুমোদন ছাড়া সংসদে উত্থাপিত হতে পারে না?

উত্তর :- রাষ্ট্রপতি

9. জরুরী অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে –

উত্তর :- উভয় কক্ষের ক্ষমতা সমান

10. ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর :- 6 বছর

11.  তথ্যের অধিকার আইন ভারতের কোন রাজ্য কার্যকর হবে না?

উত্তর :- জম্মু ও কাশ্মীর

12. পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ীকক্ষ হিসেবে বিবেচিত হয়?

উত্তর :- রাজ্যসভা

13. কেরালার পর ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি?

উত্তর :- মিজোরাম

14. নিম্নলিখিত কোন রাজ্যে শতকরাভাবে সবথেকে বেশি পরিমাণে তপশিলি জাতি বসবাস করেন?

উত্তর :- পাঞ্জাব

15. ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে –

উত্তর :- লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি



Latest General Knowledge Questions and Answers PDF

16-30 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর:-

16. ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন-

উত্তর :- মন্ত্রী পরিষদ

17. দেশের মৌলিক আইন বলা হয়?

উত্তর :- সংবিধান

18. রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বেতন কে নির্ধারণ করেন?

উত্তর :- রাজ্যপাল

19. ভারত – পাকিস্তানের সীমান্তকে বলা হয় –

উত্তর :- ৱ্যাডক্লিফলাইন

20. রাজ্য পুনগঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর :- 1953

21. পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্বে বিহারের অন্তর্গত ছিল?

উত্তর :- পুরুলিয়া

22. ভারতের কোন রাজ্যকে নিয়ে চিনের সমস্যা চলছে?

উত্তর :- অরুণাচলপ্রদেশ

23. ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে?

উত্তর :- পার্লামেন্ট

24. কোন বিখ্যাত মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়?

উত্তর :- বেরুবারি মামলা

25. ভারতীয় সংবিধান অনুসারে পশচাৎপদ শ্রেণীর জন্য সরকারী চাকুরী সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে?

উত্তর :- 50 শতাংশ

26. অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়?

উত্তর :- আমেরিকা

27. ভারতীয় সংবিধানে  নীচের কোন স্বাধীনতার উল্লেখ নেই?

উত্তর :- সংবাদপত্রের স্বাধীনতা

28. বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়?

উত্তর :- ভারত

29. তফশিলিভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারী সংরক্ষিত থাকবে এটি কোন ধারায় বলা হয়েছে?

উত্তর :- 16(4) ধারা

30. হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে?

উত্তর :- 1975 সালে


File Details : Latest General Knowledge Questions and Answers PDF Download

Language   : Bengali

No of Pages: 02

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment