RRB Group D 2025 মক টেস্ট [ফ্রি] পর্ব-01 | RRB Group D 2025 Mock Test Free – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  RRB Group D 2025 মক টেস্ট [ফ্রি] পর্ব-01 (RRB Group D 2025 Mock Test Free)  উপস্থাপন করছি | সরকারি চাকরির পরীক্ষা RRB Group D 2025 পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ |  শীঘ্রই RRB Group D 2025 মক টেস্ট শুরু করুন-

RRB Group D 2025 Mock Test Part-01

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাRailway Group D 2025
পর্ব01
প্রশ্নের সংখ্যা100
সময়90 মিনিট

RRB Group D 2025 Mock Test Part -01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 100

1. A এবং B হল দুটি বিন্দু। যেখানে A এবং B এর মধ্যে দূরত্ব হল 5 সেন্টিমিটার। C হল A এবং B এর মধ্যে অবস্থিত একটি বিন্দু। AC=3 সেন্টিমিটার। AC এর দৈর্ঘ্য 6% হ্রাস করা হল, CB এর দৈর্ঘ্য কত হ্রাস পাবে?

2 / 100

2. ম্যানিলা কোন দেশের রাজধানী?

3 / 100

3. ভারতবর্ষের প্রাচীনতম ভাষা কোনটি?

4 / 100

4. সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়?

5 / 100

5. পশ্চিমবঙ্গের “ধানের ভাণ্ডার” বলা হয় -

6 / 100

6. 5 টি চেয়ার এবং 2 টি টেবিলের মোট দাম 1350 টাকা। দুটি চেয়ার এবং একটি টেবিল এর দামের সমান হলে একটি চেয়ার এবং একটি টেবিলের মোট দাম কত?

7 / 100

7. নিচের কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি?

8 / 100

8. স্যান্ডউইচ দ্বীপ এর বর্তমান নাম কি?

9 / 100

9. রমন ধার্যমূল্যের 13/15 অংশ দিয়ে একটি স্কুটার ক্রয় করে এবং ধার্যমূল্যের ওপর আরও 12% লাভ রেখে স্কুটারটি বিক্রি করলে, রমনের শতকরা কত লাভ হবে?

10 / 100

10. শৈলশের “লাওন” ভারতের কোন রাজ্যে অবস্থিত?

11 / 100

11. PRAYER : 791759 :: PARTY : ?

12 / 100

12. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (W.H.O) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

13 / 100

13. যদি A = 26, SUN = 27 হয়, তাহলে CAT এর মান কত হবে?

14 / 100

14. পৃথিবীর কেন্দ্রে বস্তুর -

15 / 100

15. পিটি ঊষার-এর আত্মজীবনীর নাম কি?

16 / 100

16. “পৃথিবীতে এসে” উক্তিটি কার?

17 / 100

17. একটি 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় A এবং B অংশগ্রহণ করে। A এর গতিবেগ 5 km/hr এবং B, A এর থেকে 8 মিটার এগিয়ে দৌড় শুরু করে, তা সত্ত্বেও A, B কে 8 সেকেন্ডে পরাজিত করে। B এর গতিবেগ কত?

18 / 100

18. রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে হয়?

19 / 100

19. কিছু পরিমাণ টাকা 5 বছরে সরল সুদের হারে 5200 টাকা হয় এবং 7 বছরে সরল সুদের হারে 5680 টাকা হয়। বার্ষিক সরল সুদের হার কত?

20 / 100

20. মুঘল ও মসলিনের জন্য কোন যুগের বিখ্যাত শহর কোনটি ছিল?

21 / 100

21. ভর ও শক্তির রূপান্তরের সম্পর্কটি হল -

22 / 100

22. কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে?

23 / 100

23. 15 টি সংখ্যার গড় 41.4 হলে সংখ্যাগুলির মোটফল কত?

24 / 100

24. “পথের দাবী” গ্রন্থের লেখক কে?

25 / 100

25. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতজন?

26 / 100

26. গড়োয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত?

27 / 100

27. গোদাবরী নদী কোথায় গিয়ে মিশেছে?

28 / 100

28. মানবাধিকার ঘোষণাপত্র কয়টি আছে?

29 / 100

29. 8 বছর আগে আমার ঠাকুরদার বয়স আমার বয়সের 8 গুণ ছিল। 18 বছর বাদে আমার ঠাকুরদার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে। তাহলে 8 বছর আগে আমার ও আমার ঠাকুরদার বয়সের অনুপাত কত ছিল?

30 / 100

30. একজন বোলার বল করার 150 মিটার রানআপ নেয়, যদি সেই বোলারের গতিবেগ 54 km/hr হয়, তাহলে তার রানআপ নেওয়ার জন্য কতক্ষণ সময় লাগবে?

31 / 100

31. লিখিত মূল্যের উপর 10% ছাড় দিলে এক বিক্রেতার 20% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% ছাড় দিলে তার কত লাভ হবে?

32 / 100

32. চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়?

33 / 100

33. একটি পাইপ A একটি চৌবাচ্চা কে 40 মিনিটে খালি করতে পারে। A এর দ্বিগুণ ব্যাসার্ধ যুক্ত পাইপ B এর মধ্য দিয়ে চৌবাচ্চাটি খালি করা হয়। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে চৌবাচ্চাটি কতক্ষণ সময়ে খালি হবে?

34 / 100

34. যদি Air : Atmosphere হয়; তাহলে Water :

35 / 100

35. সিন্ধু সভ্যতার যুগে কোন লিপি ব্যবহৃত হত?

36 / 100

36. রহিম প্রথমে উত্তর মুখ, তারপর ডানদিকে ঘোরে, কিছুক্ষণ পর আবার ডানদিকে ঘোরে, কিছুদূর যাওয়ার পর বামদিকে ঘোরে, রহিম বর্তমানে কোন দিক মুখ করে রয়েছে?

37 / 100

37. একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার অনুপাত 8:9:11 অনুপাতে আছে। যদি ব্যাগটিতে মোট 122 টাকা থাকে, 50 পয়সার কটি আছে?

38 / 100

38. সালোকসংশ্লেষের কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোয় সবচেয়ে ভালো?

39 / 100

39. কোন খেলায় কোপা আমেরিকা ট্রফি দেওয়া হয়?

40 / 100

40. একটি 40 লিটার জল ও দুধের মিশ্রণে 10% জল আছে, আর কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে 20% জল থাকবে?

41 / 100

41. একটি সংখ্যাকে প্রথমে 10% কমিয়ে পরে আবার 10% বাড়ানোর ফলে আসল সংখ্যাটি 50 কম হয়। আসল সংখ্যাটি কত ছিল?

42 / 100

42. যে কাল্পনিক রেখা ভূপৃষ্ঠের সমান, অসমান বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে তাকে বলে?

43 / 100

43. মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডার মহিলাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল কোন ক্রিকেট বোর্ড?

44 / 100

44. অরুণ এবং বিজয়ের বয়সের অনুপাত 3:2। 4 বছর আগে অরুণের বয়স বিজয়ের বয়স থেকে 6 বছর বেশি ছিল। তাহলে বিজয়ের বর্তমান বয়স কত?

45 / 100

45. হিমবাহের প্রান্তপ্রদেশে ত্রিকোণাকৃতি স্তূপের নাম কি?

46 / 100

46. 989 এবং 1327 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে?

47 / 100

47. পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল 87। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন।

48 / 100

48. হিমবাহ দ্বারা সৃষ্ট বারফের বর্গের পরিমাণ

49 / 100

49. অক্সিজেনের মৌলের আইসোটোপ সংখ্যা হল -

50 / 100

50. [ 45, 54, 47, , 49, 56, 51, 57, 53 ] মাছের সংখ্যাটি কত হবে?

51 / 100

51. প্রথম মহিলা সিআইএসএফ (CISF) অফিসার হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে?

52 / 100

52. প্রতিহার বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?

53 / 100

53. আয়োডিন দেহের মধ্যে নিম্নলিখিত কোন রোগ প্রতিরোধ করে?

54 / 100

54. 100 ডিগ্রি সেলসিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্প এর উত্তাপতায় এক গ্রাম জলের তুলনায় তাপ -

55 / 100

55. ঘড়িতে যখন 8:30 বাজে, তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

56 / 100

56. আর্যরা কোথা থেকে ভারতে এসেছে?

57 / 100

57. ‘লাইফ ডিজাইন’ গ্রন্থটির রচয়িতা কে?

58 / 100

58. A, P, R, X, S, এবং Z একটি সারিতে দাঁড়িয়ে রয়েছে। S এবং Z মাঝে রয়েছে R, এবং P এর দুই দিকে রয়েছে। A ডানদিকে R এর, তাহলে P এর ডানদিকে কে রয়েছে?

59 / 100

59. ব্যবসা করার জন্য জন বার্ষিক 7.5% হারে সরল সুদে 60000 টাকা ধার নেয়। প্রথম বছরের শেষে 1500 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 23000 টাকা শোধ করে। তৃতীয় বছরের শেষে কত টাকা দিলে সমস্ত ঋণ পরিশোধ হবে?

60 / 100

60. ভারতের স্থল সীমার দৈর্ঘ্য কত?

61 / 100

61. ভারতে সর্বপ্রথম রোপ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ________ থেকে।

62 / 100

62. হিমু কার সেনাপতি ছিলেন?

63 / 100

63. Y হল দুই ভাইবোন বিবাহিত দম্পতি। X এবং Y হল দুই ভাই। X হল A এর ভাই। Y, B এর সাথে সম্পর্ক যুক্ত?

64 / 100

64. 5, 11, 24, 51, 106, ?

65 / 100

65. . 120 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত?

66 / 100

66. দুটি পাত্র A এবং B তে দুধ ও জলের অনুপাত 4:3 এবং 2:3। পাত্র দুটি মিশ্রণ কি অনুপাতে তৃতীয় একটি পাত্র C তে মিশ্রিত করলে, দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে?

67 / 100

67. যদি 2a=3b হয়; তাহলে 4a+5b : 2a+3b এর মান কত?

68 / 100

68. একটি তড়িৎযোজী যৌগ হল -

69 / 100

69. একটি চেয়ার 572 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 30% লাভ হয়। চেয়ারটির ক্রয় মূল্য কত?

70 / 100

70. দিনার কোন দেশের মুদ্রা?

71 / 100

71. তিন জন আসবাবের গড় মূল্য 15000 টাকা এবং দামের অনুপাত 3:5:7 হলে সবচেয়ে কম দামী আসবাবের দাম কত?

72 / 100

72. কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়?

73 / 100

73. বর্ণালীর পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হওয়া দরকার?

74 / 100

74. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 ও 750 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকে?

75 / 100

75. A, B এবং C এর বোন। A হল D এর মা। B এর এক মেয়ে C যে সেনা F এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। G হল A এর স্বামী। B, F এর কে হয়?

76 / 100

76. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 20 বছর আগে পুত্রের বয়স 12 ছিল। বর্তমানে পুত্রের বয়স কত?

77 / 100

77. “মেহেদি হাসান” কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত?

78 / 100

78. 70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে?

79 / 100

79. সংবিধানের ‘হৃদয়’ ও ‘আত্মা’ কোন অংশকে বলা হয়?

80 / 100

80. ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠে যাওয়া যায় g-এর মানের কি পরিবর্তন হয়?

81 / 100

81. একটি সম্পূর্ণ ভর্তি কলসির ওজন 40 কেজি। যদি কলসিটি অর্ধেক ভর্তি থাকে তাহলে তার ওজন হয় 30 কেজি। শুধুমাত্র কলসিটির ওজন কত?

82 / 100

82. ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের উপর দিয়ে গেছে?

83 / 100

83. কোন একটি ভাষাতে “put tir fin” মানে “delicious juicy fruit”, “tie dip sig” মানে “beautiful white lady” এবং “sig lon fin” মানে “lily and fruit” হয়। তাহলে “and” কোন শব্দটির পরিবর্তে ব্যবহৃত হয়েছে?

84 / 100

84. বর্তমানে অনিল ও সুধীর এর বয়সের পার্থক্য 6 বছর। 4 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 3:4। বর্তমানে সুধীরের বয়স কত?

85 / 100

85. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) বোর্ডের ভারতের নমিনি ডিরেক্টর হিসেবে অস্থায়ীভাবে কে নিযুক্ত হয়েছেন?

86 / 100

86. একটি আয়তাকার চৌবাচ্চায় 42000 লিটার জল ধরে। যদি চৌবাচ্চাটির দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 3.5 মিটার হয়, তাহলে চৌবাচ্চাটির গভীরতা কত?

87 / 100

87. কোন দেশকে “সোনালী আঁশের দেশ” বলা হয়?

88 / 100

88. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 10% হ্রাস করা হল। তবে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে?

89 / 100

89. 13 : 20 :: 17 : ?

90 / 100

90. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে?

91 / 100

91. এস আই (S.I) পদ্ধতিতে ঘনত্বের মান

92 / 100

92. 104 জন ব্যক্তি প্রত্যেক দিন 8 ঘণ্টা করে কাজ করলে কাজটি 56 দিনে শেষ হয়। 30 দিন পর কাজের 2/5 অংশ শেষ হয়, নতুন আর কতজন ব্যক্তি নিযুক্ত করলে কাজটি ঠিক সময় (56 দিনে) শেষ হবে, যদি প্রত্যেক শ্রমিক দৈনিক 9 ঘণ্টা করে কাজ করে?

93 / 100

93. 2, 4, 8, 32, ?, 8192

94 / 100

94. মিশ্রে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3। যদি ঐ মিশ্রে 7 লিটার জল ঢালা হয় তবে অ্যালকোহল ও জলের অনুপাত 3:4। তাহলে মিশ্রণে কত লিটার অ্যালকোহল রয়েছে?

95 / 100

95. একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুটি গাড়ি 36 km/hr এবং 48 km/hr গতিবেগে 90 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করে। 1.5 সেকেন্ডে পর দুটি গাড়ি একে অপরের থেকে কত দূরত্বে থাকবে?

96 / 100

96. যদি DFIJ : WUSQ হয়; তাহলে HJLÑ : কি হবে?

97 / 100

97. ইউরেশিয়ান পার্লামেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত?

98 / 100

98. লর্ড ________ এর অনুমতি নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়?

99 / 100

99. আন্তর্জাতিক আদালতের স্থায়ী অধিবেশন কোথায় বসে?

100 / 100

100. কোনটি খাঁড়ির দ্বীপ?

Your score is

The average score is 34%

0%



RRB Group D 2025 Mock Test Free in Bengali

RRB Group D 2025 পরীক্ষায় সাফল্য লাভের জন্য RRB Group D 2025 মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে RRB Group D 2025 মক টেস্ট-র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতি আজই শুরু করুন ।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment