প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা WBP কনস্টেবল জিকে PDF ডাউনলোড করুন | WBP Constable Gk PDF Free) উপস্থাপন করছি | এই জিকে WBP কনস্টেবল জিকে PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
WBP Constable Gk PDF in Bengali
1-15 WBP কনস্টেবল জিকে প্রশ্ন এবং উত্তর:-
1. ‘পশ্চিমবঙ্গের শস্যাগার’ কোন জেলাকে বলা হয় ?
উত্তর:- বর্ধমান 
2. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কোন দেশকে বলা হয় ?
উত্তর:- নরওয়ে 
3. ‘কলবর’ -নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করলো কোন রাজ্য সরকার ?
উত্তর:- বিহার 
4.পাখিদের রক্ষা করতে ‘করুনা অভিযান’ লঞ্চ করলো কোন রাজ্য ?
উত্তর:- গুজরাট 
5.কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?
উত্তর:- আরশোলা,  শামুক,  চিংড়ি 
6.কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- কুমার গুপ্ত 
7. কোন ক্ষেত্রে ‘ভাটনগর পুরস্কার’ প্রদান করা হয় ?
উত্তর:- বিজ্ঞান ও প্রযুক্তি 
8.জিম্বাবুয়ের রাজধানীর নাম কি ?
উত্তর:- হারারে 
9. ‘Holy City’ হিসেবে কোন শহর বিখ্যাত ?
উত্তর:- জেরুজালেম 
10.ভারতের কোন রাজ্য পূর্বে ‘নেফা’ নামে পরিচিত ছিল ?
উত্তর:- অরুণাচল প্রদেশ 
11.কোলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
উত্তর:- শ্রীমতি পদ্মা খাস্তগীর 
12.1820 এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর:- ডিরোজিও 
13.আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি ?
উত্তর:- ব্ল্যাকফুট 14.ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে কত সালে ?
উত্তর:- 1765 
15.আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল –
উত্তর:- লাব্রাডর স্রোত
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-02 ( New Pattern )| WB School Service Group D Mock Test – Eduvate Portal
- WBP Full Mock Test Free (New Pattern) Part-05
- ভারতীয় ইতিহাস জিকে PDF Free ডাউনলোড করুন 2026 | Indian History Gk in Bengali pdf Download – Eduvate Portal
- SSC জিডি জিকে মক টেস্ট পার্ট-01[ Free ] | SSC Gd Gk Mock Test in Bengali – Eduvate Portal
- ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর PDF 2025 [ FREE ] | History Gk in Bengali PDF – Eduvate Portal
WBP Constable Gk PDF in Bengali 2025
16-30 WBP কনস্টেবল জিকে প্রশ্ন এবং উত্তর:-
16. ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয় ?
উত্তর:- 1905 
17.খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর:- দাবা 
18.আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?
উত্তর:- স্নেল 
19.চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
উত্তর:- সবুজ গ্ৰন্থি 
20.মানবদেহে বৃহত্তম জয়েন্ট কোনটি ?
উত্তর:- হাঁটু 
21.Open Skies Treaty থেকে সরে এলো কোন দেশ ?
উত্তর:- রাশিয়া 
22.জাপানের বৃহত্তম বিমান বন্দর কোনটি ?
উত্তর:- টোকিও 
23.পৃথিবীর কয়টি গতি ?
উত্তর:- দুটি 
24.পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর:- আত্মারাম পাণ্ডুরঙ্গ 
25.ভারত গৌরব অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন আইপিএস অফিসার ?
উত্তর:- কৈলাস মোহান্তি 
26.কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর:- লালা হংসরাজ 
27.সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ 
28.কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
উত্তর:- জম্মু ও কাশ্মীর 
29.ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
উত্তর:- 26শে নভেম্বর  
30.দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স -এর রচয়িতা কে ?
উত্তর:- বিনায়ক দামোদর সাভারকর 
File Details : WBP Constable Gk PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন |
 
			




