প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF (Indian Constitution Gk in Bengali PDF) উপস্থাপন করছি | এই ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Indian Constitution Gk in Bengali PDF Free
1-10 গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
1.কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
উত্তরঃ ডেপুটি প্রাইম মিনিস্টার
2.সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
উত্তরঃ 73
3.আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
উত্তরঃ রাজ্য তালিকা
4.কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
উত্তরঃ লর্ড ওয়াভেল
5.ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?
উত্তরঃ 275 ও 282 ধারা
6.“ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়” —কথাটি কে বলেছিলেন ?
উত্তরঃ ডি বস
7.লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—
উত্তরঃ 1
8.ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল
উত্তরঃ বহুদলীয় ও সংসদীয়
9.রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন
উত্তরঃ রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
10.পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
উত্তরঃ 1784
- আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF [ Free] Part-02| Modern Indian History PDF Download – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-03 [ Free] | WBSSC Group D Mock Test Free – Eduvate Portal
- ভূগোল প্রশ্ন ও উত্তর PDF Part-11 [ Free ] | Indian Geography Questions PDF in Bengali – Eduvate Portal
- এসএসসি জিডি কনস্টেবল পূর্ণাঙ্গ মক টেস্ট [ Free ] – 02 | SSC GD Constable Mock Test Online – Eduvate Portal
- ডিসেম্বর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Monthly Current Affairs MCQs PDF – December 2025– Eduvate Portal
Indian Constitution Gk in Bengali PDF Download Free
11-20 চাকরির পরীক্ষার জন্য ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
11.রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল
উত্তরঃ বিধান পরিষদ
12.ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
উত্তরঃ 15 আগস্ট 1947
13.ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল
উত্তরঃ যুক্ত রাষ্ট্রীয় (Federal)
14.ভারতের জাতীয় যোজনা কমিশন হল
উত্তরঃ কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর
15.ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি
16.ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা
উত্তরঃ 6
17.নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উত্তরঃ ব্রিটিশ সংবিধান
18.ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ হল—
উত্তরঃ 26 জানুয়ারী 1950
19.রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়
উত্তরঃ জাতীয় স্বার্থে
20.নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে—
উত্তরঃ পাবলিক অ্যাকাউন্টস কমিটি
Indian Constitution Gk in Bengali PDF Free 2025
21-29 চাকরির পরীক্ষার জন্য ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
21.সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল—
উত্তরঃ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক
22.তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য
উত্তরঃ জম্মু ও কাশ্মির
23.ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি ———- এর সঙ্গে সম্পর্কিত
উত্তরঃ তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ
24.ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল
উত্তরঃ কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ
25.ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে —
উত্তরঃ Directive Principles of State Policy -এ
26.নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি
উত্তরঃ মৌলিক অধিকার
27.সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল—
উত্তরঃ 42তম সংশোধনীর দ্বারা
28.ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?
উত্তরঃ 1883
29.ভারতের নতুন সংবিধান কবে গৃহিত ( স্বাক্ষরিত ) হয়েছিল ?
উত্তরঃ 26 জানুয়ারী 1950
File Details : Indian Constitution Gk in Bengali PDF Download
Language : Bengali
No of Pages: 02
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন |
![ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF-01 | Indian Constitution Gk PDF in Bengali [ free ] – Eduvate Portal Indian Constitution Gk PDF in Bengali](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/GK-85.webp?resize=150%2C150&ssl=1)



![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)
![নভেম্বর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স [ Free ] | Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Nov 2025 Monthly Current Affairs PDF in Bengali](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/12/CA-Nov-2025.webp?resize=150%2C150&ssl=1)