ভারতের ভূগোলের নোট PDF [ Free ] ডাউনলোড করুন | Indian Geography Notes PDF Free Download 2026 – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ভারতের ভূগোলের নোট PDF (Indian Geography Notes PDF Free Download) উপস্থাপন করছি | এই Indian Geography প্রশ্ন-উত্তর নোট PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

Indian Geography Notes PDF Free Download in Bengali

1-10 গুরুত্বপূর্ণ ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর:-

1. বৃষ্টিচ্ছায়া (Rain Shadow) অঞ্চল দেখা যায়

Ans : অনুবাত ঢাল বরাবর (Leeward Slope)।

2. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণীঝড়কে বলে

Ans : টাইফুন

3. আগ্নেয় শিলা, পাললিক শিলায় পরিণত হয়

Ans : ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহণ ও সঞ্চয়-এর ফলে

4. GMT এবং IST এর মধ্যে পার্থক্য হল

Ans : 5 ঘণ্টা 30 মিনিট

5. ভারতে ‘Coastal Regulation Zones’ সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে :

Ans : জোয়ারের উচ্চতা

6. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?

Ans : বিহার

7. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়

Ans : ব-দ্বীপের মাধ্যমে

8. নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :

Ans : কৃষ্ণা

9. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়

Ans : লাক্ষাদ্বীপে

10. ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :

Ans : শতদ্রু



Indian Geography Notes PDF Free Download 2026

11-25 গুরুত্বপূর্ণ ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর:-

11. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘ নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?

Ans : 1999

12. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে

Ans : সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে

13. হিমালয় হচ্ছে

Ans : ভঙ্গিল পর্বত

14. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত

Ans : লোকোমোটিভ

15. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?

Ans : অরুণাচল প্রদেশ

16. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—

Ans : তরাই ও ডুয়ার্স

17. ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—

Ans : হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য

18. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ?

Ans : দুর্গাপুর

19.  ডানকান প্রণালী’ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?

Ans : দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

20. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?

Ans : মিয়েন্ডার

21. সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?

Ans : শ্রীহরিকোটা

22. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?

Ans : রেগুর মৃত্তিকা

23. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?

Ans : ভারত ও চিন    

24. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?

Ans : অন্ধ্রপ্রদেশ

25. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

Ans : আরাবল্লী পর্বত


File Details : Indian Geography Notes PDF Free Download

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment