এসএসসি জিডি কনস্টেবল পূর্ণাঙ্গ মক টেস্ট [ Free ] – 02 | SSC GD Constable Mock Test Online – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এসএসসি জিডি কনস্টেবল পূর্ণাঙ্গ মক টেস্ট ফ্রি (SSC GD Constable Mock Test Online) উপস্থাপন করছি | এই মক টেস্ট SSC GD কনস্টেবল পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ | এখনই SSC GD Constable Mock Test শুরু করুন-

SSC GD Constable Mock Test Online Part-02

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাএসএসসি জিডি কনস্টেবল
পর্ব02
প্রশ্নের সংখ্যা80
সময়60 মিনিট

SSC GD Constable Mock Test Online -02

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 80

1. It is so dark in here, you can really ______ your sunglasses now.

2 / 80

2. যদি HOUSES = GNAYDR, তাহলে DIARY =

3 / 80

3. Nancy _____ on holiday. I have just met her in the street.

4 / 80

4. I believe you ______ apologize.

5 / 80

5. যদি ‘god is great’ = ‘cp an bo, ‘great help done’ =’er cp fs এবং ‘he is great’ = ‘bo cp dq’ হয়, তাহলে ‘he is god’ এর কোড কি হবে?

6 / 80

6. একটি শ্রেণীর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় হল 58। তাদের মধ্যে 20% ছাত্র গড়ে 60 নম্বর পেয়েছে। আরও 30% ছাত্রের গড় নম্বর ছিল 40। বাকি ছাত্রদের গড় নম্বর কত?

7 / 80

7. একটি প্রশ্ন এবং (I), (II) সংখ্যাযুক্ত দুটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য কোন বিবৃতি (গুলি) যথেষ্ট তা আপনাকে নির্ণয় করতে হবে।

গুনার বয়স কত?

(i) গুনা, বিনয় এবং কেশব সবাই সমবয়সী।

(ii) বিনয়, কেশব এবং অর্জুনের বয়সের যোগফল 32; এছাড়াও অর্জুনের বয়স বিনয় এবং কেশবের মতো।

8 / 80

8. 100 × 10 – 100 + 200 ÷ 100 সমান কত?

9 / 80

9. সেই বিকল্পটিকে নির্বাচন করুন সম্পর্ককে নির্দেশ করছে না। যেটি নিম্নের জোড়ার মতো একই

ভিতরে : বাইরে

10 / 80

10. পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড পাওয়া যায়?

11 / 80

11. ______ you get me a cup of coffee?

12 / 80

12. রামু স্থির জলে 9 কিমি/ঘণ্টা গতিবেগে নৌকা চালাতে পারে। স্রোতের অনুকূলে যেতে যতটা সময় লাগে, তার চেয়ে স্রোতের প্রতিকূলে যেতে তাঁর দ্বিগুণ সময় লাগে। স্রোতের গতিবেগ নির্ণয় করুন।

13 / 80

13. কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়?

14 / 80

14. যদি MOTHER এর কোড JRQKBU হয় তাহলে PRINCIPAL এর কোড কি?

15 / 80

15. He ______ pass the exam.

16 / 80

16. সম্পর্কটি সম্পূর্ণ করুন: B E G J : D G I L :: K N P S : _?

17 / 80

17. মালিনি বললেন, “রোহিত হল আমার মাসির মায়ের একমাত্র পুত্রের পুত্র। মালিনি রোহিতের কে হন?

18 / 80

18. যদি একটি ত্রিভুজের কোণের অনুপাত 2:5:8 হয়, তাহলে ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করুন।

19 / 80

19. যদি ARC কে লেখা হয় $@* এবং HIT কে লেখা হয় #&% তাহলে CHAIR কে লেখা হবে

20 / 80

20. I ______ visit on Monday.

21 / 80

21. রান্নার গ্যাসের (LPG) মুখ্য উপাদান কী?

22 / 80

22. John had a terrible accident. He _____ when the traffic lights were red.

23 / 80

23. গোবর গ্যাসের প্রধান উপাদান কী?

24 / 80

24. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

25 / 80

25. কাকে 'ভারতের বিসমার্ক' বলা হয়?

26 / 80

26. বাবার বয়স যখন 52 ছিল দুই বোনের বয়সের পার্থক্য ছিল 2 বছর। বাবা মায়ের থেকে 2 বছরের বড়। বড় বোনের বয়স মায়ের বয়সের অর্ধেক। ছোট বোনের বয়স নির্ণয় করুন।

27 / 80

27. এখন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা (Articles) রয়েছে?

28 / 80

28. 25টি সংখ্যার গড় হল 40। কিন্তু একটি সংখ্যাকে 50 এর পরিবর্তে 25 লেখা হয়েছে। সেক্ষেত্রে সংশোধিত গড় কত হবে?

29 / 80

29. The Chief Guest appreciated his perform ______.

30 / 80

30. 'চায়নাম্যান' শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

31 / 80

31. একটি খুঁটির 1/10অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনী, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে, খুঁটির দৈর্ঘ্য হল

32 / 80

32. Which of the following spellings is preferred in American English?

33 / 80

33. মৃত্যু : জীবিত :: দুর্বল : _?

34 / 80

34. What is the past participle form of "sell" ?

35 / 80

35. একটি সুষম বহুভুজের প্রতিটি বাহ্যিক কোণের পরিমাপ 9° হলে, বহুভুজের কয়টি বাহু আছে?

36 / 80

36. যদি health care is wealth’ কে লেখা হয় 1372, ‘health needs care’ কে লেখা হয় 417, ‘he needs wealth’ কে লেখা হয় 463, তাহলে ‘he is wealth’ হল __.

37 / 80

37. একটি বাস 90 কিমি/ঘণ্টা গতিবেগে চলছে। এটি 20 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে?

38 / 80

38. Catherine : "Will you come to my party on Saturday?"

39 / 80

39. June said, "It is my car."

40 / 80

40. মোহন একটি পোশাক ব্যবসায় 1,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন। কয়েক মাস পর সোহান 40000 টাকা নিয়ে তাঁর সঙ্গে যোগ দেন। বছরের শেষে, মোট লাভ তাদের মধ্যে 3:1 অনুপাতে ভাগ করা হয়েছিল। সোহান কত মাস পর ব্যবসায় যোগ দেন?

41 / 80

41. যদি ‘are you sam’ = ‘ri ai ki’, ‘all hate you’=’vi li ri’ এবং ‘all are fake’ = ‘mi ai Ii’ হয় তাহলে কোনটি ‘hate’ কে নির্দেশ করবে?

42 / 80

42. I ______ rather read than write.

43 / 80

43. 12 জন পুরুষ এবং 16 জন মহিলা একটি কাজ 4 দিনে সম্পন্ন করতে পারেন। একজন পুরুষ একা সেই কাজটি সম্পূর্ণ করতে 80 দিন সময় নেন, তাহলে একজন মহিলা একা সেই কাজটি সম্পূর্ণ করতে কত দিন সময় নেবেন?

44 / 80

44. একজন ব্যক্তি 3 কিমি উত্তর দিকে এবং 4 কিমি পূর্ব দিকে হাঁটলেন। শুরু থেকে তার দূরত্ব কত?

45 / 80

45. What is the past participle of "form" ?

46 / 80

46. যদি ENTRY কে 98462 হিসেবে সঙ্কেতবদ্ধ করা হয় এবং STEADY কে 749312 হিসেবে সঙ্কেতবদ্ধ করা হয়, তাহলে সেই সাঙ্কেতিক ভাষায় NEATNESS কীভাবে লেখা হবে?

47 / 80

47. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রন্থের পার্থক্য 6 মি। যদি তার পরিধি 64 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল হল

48 / 80

48. একটি দ্রব্য 35% ছাড়ে 26,000 টাকায় বিক্রয় করা হল। 15% ছাড় হলে বিক্রয়মূল্য কত হবে নির্ণয় করুন।

49 / 80

49. If you take away the prefix and the suffix, what is left of the word ‘unemployed’?

50 / 80

50. ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে আলো দেখা যায়?

51 / 80

51. সিরিজটি সম্পূর্ণ করুন: 2880, 480, 96, 24, _?

52 / 80

52. আয়লা ঝড় পশ্চিমবঙ্গে কোন বছর আছড়ে পড়েছিল?

53 / 80

53. "I did not read your letter", she told her sister

54 / 80

54. তাপ পরিমাপের একক কোনটি?

55 / 80

55. যদি N : 38 :: 3 : 57, তাহলে N এর মান কত?

56 / 80

56. 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলের ওজন যোগ করা হয়। নতুন ছেলেটির ওজন

57 / 80

57. 24 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন লাগায়। তবে ঐ কাজ 8 জন লোক কত দিনে পুকুর কাটতে পারবে?

58 / 80

58. কোন ব্যক্তি তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন?

59 / 80

59. যদি গানিতিক চিহ্ন, ‘+’ এবং ‘x’ কে অদলবদল করা হয়, তাহলে 9 ÷ 5+10-23×2 সমীকরণটির মান কত হবে?

60 / 80

60. স্ট্যাচু অফ ইউনিটি কত সালে উদ্বোধন করা হয়েছিল?

61 / 80

61. সূর্যের শক্তির উৎস কী?

62 / 80

62. B হল A এর চেয়ে তিনগুণ বেশি দক্ষ এবং C হল A এর থেকে 0.75 গুণ বেশি দক্ষ। A. B এবং C যখন পৃথকভাবে কাজ করে তখন তাদের ধার্য দিনের সংখ্যার অনুপাত কত হবে?

63 / 80

63. প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধ কোন চুক্তির অধীনে শেষ হয়েছিল?

64 / 80

64. যদি F = 6, THE = 33 তাহলে WOMAN = ?

65 / 80

65. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?

66 / 80

66. ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত কুইনাইন কোথা থেকে পাওয়া যায়?

67 / 80

67. পক প্রণালী (Palk Strait) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

68 / 80

68. What’s the correct British spelling of this unit of measurement?

69 / 80

69. Johns father reminded him to take his umbrella.

70 / 80

70. John had _____ a large sum of money for his retirement

71 / 80

71. যদি A এবং B একসাথে একটি কাজ 18 দিনে, A এবং C একসাথে 12 দিনে এবং B এবং C একসাথে 9 দিনে শেষ করতে পারে, তাহলে B একা কাজ করতে পারবে?

72 / 80

72. বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?

73 / 80

73. 9 : 27 :: ……… : ………..

74 / 80

74. একজন ব্যক্তি প্রতি বছরের শুরুতে 500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখেন। 2য় বছরের শেষে তার অর্থ কত হবে?

75 / 80

75. যদি SHELF সমান FURYS হয়, তাহলে ZEBRA সমান?

76 / 80

76. একজন ব্যাক্তি 1 কিমি দূরত্ব 10 মিনিটে অতিক্রম করেন। কিমি/ঘণ্টায় তার গতিবেগ কত?

77 / 80

77. সিরিজটি সম্পূর্ণ করুন: 103, 110, 105, _, 107, 114

78 / 80

78. একটি নল একটি ট্যাঙ্ককে 20 মিনিটে ভর্তি করতে পারে। যদি একটি ছিদ্র ট্যাঙ্কটিকে 60 মিনিটে সম্পূর্ণ খালি করে দেয়, তাহলে ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি হবে?

79 / 80

79. ______ you attend the phone?

80 / 80

80. ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের?

Your score is

The average score is 40%

0%



এসএসসি জিডি কনস্টেবল পূর্ণাঙ্গ মক টেস্ট | SSC GD Constable Mock Test in Bengali

SSC GD Constable পরীক্ষায় সাফল্য লাভের জন্য SSC GD Constable Mock Test অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে SSC GD Constable Mock Test Online -র সুবিধা নিয়ে আজই শুরু করুন এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment