ভূগোল প্রশ্ন ও উত্তর PDF Part-11 [ Free ] | Indian Geography Questions PDF in Bengali – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ভূগোল প্রশ্ন ও উত্তর PDF Part-11 (Indian Geography Questions PDF in Bengali) উপস্থাপন করছি | এই ভূগোল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

Indian Geography Questions PDF in Bengali

1-10 গুরুত্বপূর্ণ ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর:-

1. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?    

Ans : গুজরাট

2. নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?

Ans : ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি

3. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে

Ans : ঝাড়খণ্ডের

4. শোলা অরণ্য দেখা যায়

Ans : পশ্চিমঘাট পর্বতে

5. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব

Ans : শহর বা দেশকে ঘিরে থাকা সংযুক্ত রাস্তা

6. ডলফিন নোজ’ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে

Ans : জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল

7. ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে

Ans : জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ

8. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত

Ans : উত্তর প্রদেশের উত্তরাঞ্চল

9. ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত

Ans : লুসাই

10. জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—

Ans : জাতীয় সড়ক – 35



Indian Geography Questions PDF in Bengali Free

11-20 গুরুত্বপূর্ণ ভারতের ভূগোলের প্রশ্ন ও উত্তর:-

11. ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত

Ans : আর্কাইন যুগের গ্রানাইটও নিস প্রভৃতি দ্বারা

12. 2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল

Ans : পশ্চিমবঙ্গ

13. ভৌগলিক শিল্প কেন্দ্রীকতা থেকে সৃষ্ট হয়

Ans : অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র

14. দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত

Ans : দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে

15. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?

Ans : পশ্চিমবঙ্গ

16. পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —

Ans : কাবেরী

17. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —

Ans : খুবই সীমিত বৃষ্টিপাত

18. পশ্চিমবঙ্গে ‘রাঢ়’ হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —

Ans : পশ্চিম মেদিনীপুর

19. কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো—

Ans :  কার্পাস

20. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?

Ans : কোচবিহার


File Details : Indian Geography Questions PDF in Bengali Free Download

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment