প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বিনামূল্যে স্ট্যাটিক জিকে (Static Gk PDF Free Download) উপস্থাপন করছি | এই স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে | Static GK PDF Free Download For Govt Exams
1-10 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর
1. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম ?
(A) পশ্চিম মেদিনীপুর
(B) বীরভূম
(C) পুরুলিয়া
(D) দার্জিলিং
উত্তর: (C) পুরুলিয়া
2. পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গণ্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায় ?
(A) মাদারিহাট
(B) সুন্দরবন
(C) জলদাপাড়া
(D) কাজিরাঙা
উত্তর: (C) জলদাপাড়া
3. জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে ?
(A) তিস্তা
(B) মহানন্দা
(C) তোর্সা
(D) জলঢাকা
উত্তর: (C) তোর্সা
4. পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত ?
(A) ৮৮,৭৫২ বর্গকিমি
(B) ৭৮,৭৫২ বর্গকিমি
(C) ৬২,২৮৪ বর্গকিমি
(D) ৫১,৫০৮ বর্গকিমি
উত্তর: (A) ৮৮,৭৫২ বর্গকিমি
5. নীচের চারটির মধ্যে কোনটিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠেছে ?
(A) কোরবা
(B) কালপক্কম
(C) কয়না
(D) কোটা
উত্তর: (B) কালপক্কম
6. ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় ?
(A) ট্রম্বে
(B) পুণা
(C) দিল্লী
(D) বেঙ্গালুরু
উত্তর: (A) ট্রম্বে
7. রাজস্থানের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ?
(A) নাগার্জুন সাগর
(B) রাণাপ্রতাপ সাগর
(C) রাওয়াতভাটা
(D) গান্ধীনগর
উত্তর: (B) রাণাপ্রতাপ সাগর
8. ভারতের প্রথম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি ?
(A) শিবসমুদ্রম্
(B) পানিপথ
(C) নারােরা
(D) তারাপুর
উত্তর: (D) তারাপুর
9. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
(A) ভাকরা
(B) মাইথন
(C) সিদ্ৰাপং
(D) শিবসমুদ্রম
উত্তর: (C) সিদ্ৰাপং
10. সাদা কয়লা বা White coal কাকে বলা হয় ?
(A) চুনাপাথর
(B) অভ্র
(C) পেট্রোলিয়াম
(D) জলবিদ্যুৎ
উত্তর: (D) জলবিদ্যুৎ
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে | Static GK PDF free download in Bengali
11-20 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর
11. ভারত সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে ?
(A) 1950
(B) 1974
(C) 1984
(D) 1991
উত্তর: (B) 1974
12. ভারতের মােট উৎপন্ন বিদ্যুৎশক্তির বেশীর ভাগ কোন উৎস থেকে পাওয়া যায় ?
(A) পারমাণবিক শক্তিকেন্দ্র
(B) তাপবিদ্যুৎ
(C) জলবিদ্যুৎ
(D) সৌরশক্তি
উত্তর: (B) তাপবিদ্যুৎ
13. পশ্চিমবঙ্গে কল্যাণেশ্বরী মন্দির কোথায় ?
(A) মাইথন
(B) তারকেশ্বর
(C) বিষ্ণুপুর
(D) ঝাড়গ্রাম
উত্তর: (A) মাইথন
14. মল্ল রাজার ‘ দল মাদল ’ কামান কোথায় দেখতে পাওয়া যায় ?
(A) বিষ্ণুপুরে
(B) মুর্শিদাবাদে
(C) বহরমপুরে
(D) কোচবিহারে
উত্তর: (A) বিষ্ণুপুরে
15. বক্রেশ্বর নীচের কোনটির জন্য বিখ্যাত ?
(A) অভয়ারণ্য
(B) জলপ্রপাত
(C) উষ্ণ প্রস্রবণ
(D) প্রাচীন দুর্গ
উত্তর: (C) উষ্ণ প্রস্রবণ
16. ড্যাম্পিয়ার – হজেস রেখা কি ?
(A) পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমারেখা
(B) পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমারেখা
(C) সুন্দরবনের উত্তর সীমারেখা
(D) পশ্চিমবঙ্গ ও তরাই অঞ্চলের সীমানা
উত্তর: (C) সুন্দরবনের উত্তর সীমারেখা
17. পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে ?
(A) কালিম্পং
(B) মিরিক
(C) বাউরিগজ
(D) কোচবিহার
উত্তর: (C) বাউরিগজ
18. সানফ্রানসিস্কোর গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন ব্রিজ তৈরি হয়েছে?
(A) রবীন্দ্রসেতু
(B) বিদ্যাসাগর সেতু
(C) বিবেকানন্দ সেতু
(D) তিস্তা ব্রিজ
উত্তর: (B) বিদ্যাসাগর সেতু
19. পশ্চিমবঙ্গের কোন জেলাকে “ Babel of tribes and nations ” বলা হয় ?
(A) কলকাতা
(B) হাওড়া
(C) দার্জিলিং
(D) পুরুলিয়া
উত্তর: (C) দার্জিলিং
20. লেপচা ভাষায়, কোন শহরের নামের অর্থ ‘ বেতের লাঠি ‘ ?
(A) কালিম্পং
(B) কার্শিয়াং
(C) দার্জিলিং
(D) মিরিক উত্তর: (B) কার্শিয়াং
গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে | Static GK PDF Free Download 2025
21-25 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর
21. ইতিহাসখ্যাত ‘ পলাশী ‘ কোন জেলায় অবস্থিত ?
(A) মুর্শিদাবাদ
(B) নদীয়া
(C) মালদা
(D) ২৪ পরগণা
উত্তর: (B) নদীয়া
22. ‘ পশ্চিমবঙ্গের শস্যাগার ‘ কোন জেলাকে বলা হয় ?
(A) বর্ধমান
(B) দঃ ২৪ পরগণা
(C) মালদা
(D) দিনাজপুর
উত্তর: (A) বর্ধমান
23. পশ্চিমবঙ্গের কোন জেলায় মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যার চেয়ে বেশী ?
(A) হাওড়া
(B) মালদা
(C) দিনাজপুর
(D) মুর্শিদাবাদ
উত্তর: (D) মুর্শিদাবাদ
24. পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি ?
(A) মেদিনীপুর
(B) তমলুক
(C) কঁথি
(D) সিউড়ি
উত্তর: (B) তমলুক
25. মামা-ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
(A) বাঁকুড়া
(B) বীরভূম
(C) পুরুলিয়া
(D) সিংভূম
উত্তর: (B) বীরভূম
File Details : Static Gk PDF Free Download | স্ট্যাটিক জিকে PDF 2025
Language : Bengali
No of Pages: 5
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |