Railway Mathematics Mock Test 2025 (New)

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  Railway Mathematics Mock Test 2025 (New Pattern) (রেলওয়ে গণিত মক টেস্ট 2025 (নতুন প্যাটার্ন))  উপস্থাপন করছি | এই Railway Mathematics Mock Test 2025 (New Pattern) (রেলওয়ে গণিত মক টেস্ট 2025 (নতুন প্যাটার্ন)) রেলওয়ের সমস্ত চাকরির পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ |  এখনই মক টেস্ট  শুরু করুন-

Railway Mathematics Mock Test 2025

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষারেলওয়ের সমস্ত চাকরির পরীক্ষার জন্য 
পর্ব01
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

Railway Mathematics Mock Test 2025

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. 12.1212 + 17.0005 – 9.1102 =?

2 / 25

2. দুটি সংখ্যার সমষ্টি 20 ও অন্তর 10 হলে, সংখ্যা দুটির গুণফল কত?

3 / 25

3. 8 টি সংখ্যার গড় 14। এই সংখ্যাগুলির মধ্যে 6 টি সংখ্যার গড় 16। বাকি সংখ্যা গুলির গড় কত?

4 / 25

4. অংকে 5 জন ছাত্রের গড় নম্বর হলো 50। পরে দেখা যায় যে, একজন ছাত্রের প্রকৃত নম্বর 48 ভুল করে 84 করা হয়েছে ছাত্রদের সঠিক নম্বর কত?

5 / 25

5. 1000 এর থেকে ক্ষুদ্রতার কতগুলি সংখ্যা 10 ও 13 উভয়ের গুণিতক?

6 / 25

6. কোনো সংখ্যা ও তার বর্গের যোগফল 342 হলে, সংখ্যাটি কত?

7 / 25

7. 3 বছর আগে,A ও B এর গড় বয়স 18 বছর। যদি C এর বয়স যোগ করা হয়, তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। C এর বর্তমান বয়স কত?

8 / 25

8. 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলের ওজন যোগ করা হয়। নতুন ছেলেটির ওজন

9 / 25

9. 200 পৃষ্ঠার একটি বইতে পৃষ্ঠাসংখ্যা বসাতে মোট কতগুলি অঙ্কের প্রয়োজন?

10 / 25

10. পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত?

11 / 25

11. কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2205 কে গুণ বা ভাগ করলে সেটি পূর্ণবর্গ হবে?

12 / 25

12. 5 বছর পূর্বে P এবং Qএর বয়সের গড় ছিল 15 বছর। বর্তমানে P, Q এবং R এর বয়সের গড় হল 20 বছর। 10বছর পরে R এর বয়স কত হবে?

13 / 25

13. 120 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত নম্বর হয় 15,তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল?

14 / 25

14. 7 জন ছাত্রের একটি গোষ্ঠীতে প্রাপ্ত নম্বর হলো 226। যদি তাদের মধ্যে 6 জনের প্রাপ্ত নম্বর হয় 340, 180, 260, 56, 275 এবং 307 ছাত্রের প্রাপ্ত নম্বর কত?

15 / 25

15. 2.3465 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান কত?

16 / 25

16. একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্র-ছাত্রী সংখ্যা কত?

17 / 25

17. 100 × 10 – 100 + 2000 ÷ 100=?

18 / 25

18. 1500 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে?

19 / 25

19. কোন একটি সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 43; ওই একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

20 / 25

20. কোনটি ক্ষুদ্রতম?

21 / 25

21. একটি শ্রেণিকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গর নম্বর হলো 45। কিন্তু হিসাব করার সময় 6টি ভুল বেরোয়। ভুল সংশোধনের পর একটি ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায় এবং অন্য একটি ছাত্রের নম্বর 15 হ্রাস পায়। সংশোধিত গড়ের মান কত?

22 / 25

22. 10. যদি 16a + 16b = 48 হয়, তবে a এবং b এর গড় কত?

23 / 25

23. 24 জন ছেলের এবং তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষককে বাদ দিলে শুধুমাত্র 24 জন ছেলের গড় বয়স 1 বছর হ্রাস পায়। শিক্ষকের বয়স কত?

24 / 25

24. কোন সংখ্যার বর্গমূলের এক-তৃতীয়াংশ 0.001?

25 / 25

25. 16160 জন সৈনিক বর্গাকারের সাজানোর পর 31 জন সৈন্য অতিরিক্ত থাকে। সামনের সারীতে সৈন্য সংখ্যা কত?

Your score is

The average score is 54%

0%

Railway Mathematics Mock Test 2025 | রেলওয়ে গণিত মক টেস্ট 2025

রেলওয়ের চাকরির পরীক্ষায় সাফল্য লাভের জন্য Railway Mathematics Mock Test 2025 (রেলওয়ে গণিত মক টেস্ট 2025) অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment