প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সাধারণ জ্ঞানের 60 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Top 60 General Knowledge Questions With Answers in Bengali) উপস্থাপন করছি | এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Top 60 General Knowledge Questions With Answers PDF
1-20 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর:-
1. হর্ষবর্ধনের রাজত্বকালে মহাক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হত?
উত্তর :- প্রয়াগ
2. প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন?
উত্তর :- কনিষ্ক
3. মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় ?
উত্তর :- প্রাক-আর্য
4. বুদ্ধের বাণী নীচের কোনটিকে সমর্থন করে না?
উত্তর :- বর্ণপ্রথা
5. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের?
উত্তর :- তিব্বত
6. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?
উত্তর :- অশোক
7. কোন্ মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন?
উত্তর :- গার্গী
8. বৈদিক সমাজের আচরণবিধি নীচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
উত্তর :- শ্রুতি
9. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ?
উত্তর :- ‘নিক’ ও ‘মনা’
10. কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়?
উত্তর :- 1922 খ্রিস্টাব্দ
11. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
উত্তর :- গ্রামণী
12. “বুদ্ধচরিতের রচয়িতা” কে?
উত্তর :- অশ্বঘোষ
13. উপনিষদের মূল বিষয়বস্তু কী?
উত্তর :- দর্শন
14. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?
উত্তর :- বুদ্ধদেব
15. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তৃত হয়েছিল?
উত্তর :- শ্রীলঙ্কা
16. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত?
উত্তর :- জৈন ধর্ম
17. উত্তর-পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর :- হিন্দুকুশ
18. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন?
উত্তর :- মগধ
19. “উইলি উইলি” (Willy -Willy) কাকে বলে ?
উত্তর :- অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
20. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
উত্তর :- রেড সী
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
Important 60 General Knowledge Questions With Answers
21-40 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর:-
21. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর :- গুরুশিখর
22. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম?
উত্তর :- বৃহস্পতি
23. পাট চাষের জন্য প্রয়াজন-
উত্তর :- উষ্ণ এবং আর্দ্র জলবায়ু
24. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম-
উত্তর :- গ্রীনল্যাণ্ড
25. ভারতের কোথায় টোডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে ?
উত্তর :- নীলগিরি
26. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?
উত্তর :- পামীর মালভূমি
27. হিমালয় পর্বতশ্রেণীর নিচের পর্বতশৃঙ্গের মধ্যে কোটিসবচেয়ে উঁচু ?
উত্তর :- K2
28. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল—
উত্তর :- ডোডাবেটা
29. ব্যুফোর্ট (Beaufort) স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত?
উত্তর :- বায়ুর গতিবেগ
30. নিম্নলিখিতের মধ্যে কোটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন ?
উত্তর :- দাক্ষিণাত্যের মালভূমি
31. পঞ্চনদীর দেশ কাকে বলে?
উত্তর :- পাঞ্জাব
32. পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি?
উত্তর :- বৈকাল হ্রদ
33. নীচের কোন্ নদীটি পূর্বদিকে প্রবাহিত নয় ?
উত্তর :- নর্মদা
34. পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায় ?
উত্তর :- নরওয়ে
35. হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2, অপর কি নামেও পরিচিত?
উত্তর :- গডউইন অস্টিন
36. ভারতে কোন্ হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত ?
উত্তর :- সম্বর হ্রদ
37. আত্মঘাতী থলি বলে—
উত্তর :- লাইসোজোম
38. RNA-এর একটি বেস হল-
উত্তর :- ইউরাসিল
39. প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোশ অঙ্গানুটি হল—
উত্তর :- রাইবোজোম
40. কোশচক্রের বিভিন্ন দশাগুলির ক্রমপর্যায় হল—
উত্তর :- G1, S, G2, M
Top 60 General Knowledge Questions With Answers PDF Download
41-60 সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর:-
41. ক্যানসার কোশের কারণ—
উত্তর :- প্রোটোঅঙ্কোজিন
42. অনিয়ন্ত্রিত কোশগুচ্ছের বিভাজনকে বলে—
উত্তর :- হাইপারপ্লাসিয়া
43. কোশে জল ছাড়া সর্বাধিক পরিমানে থাকে—
উত্তর :- প্রোটিন
44. আদর্শ ক্যানসার কোশের নিদর্শন হল-
উত্তর :- হেলা কোশ
45. হরমোনের আধিক্য হলে কি হয় ?
উত্তর :- হাইপারপ্লাসিয়া
46. কোশচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে?
উত্তর :- 2টি
47. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে—
উত্তর :- G0 দশা
48. M-দশার কয়টি ভাগ?
উত্তর :- 4
49. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-
উত্তর :- মিয়োসিস
60. একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী DNA থাকে তাদের সংখ্যা হল
উত্তর :- 2
File Details : Top 60 General Knowledge Questions With Answers PDF Download
Language : Bengali
No of Pages: 4
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |