প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC CHSL-এর জন্য গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিকস (Important Static Gk Topics For SSC CHSL) উপস্থাপন করছি | এই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিকস প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Important Static Gk Topics For SSC CHSL in Bengali
1-20 গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিকস প্রশ্ন ও উত্তর:-
1. হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” কার লেখা?
উত্তর:- বানভট্ট
2. সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে?
উত্তর:-প্রিয়দর্শী
3. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:-বল্লাল সেন
4. কার রাজসভা “নবরত্ন” এর জন্য বিখ্যাত ছিল ?
উত্তর:-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
5. _____ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন?
উত্তর:-কনিষ্ক
6. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই-এর নাম কী ?
উত্তর:-রাজচক্রবর্তী
7. অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে?
উত্তর:-খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
8. নীচের কোনটি কনিষ্কের রাজধানী?
উত্তর:-পেশোয়ার
9. নীচের কোন শাসক ‘মহারাজাধিরাজ’ উপাধিতে ভূষিত ছিলেন?
উত্তর:-সমুদ্রগুপ্ত
10. কাকে “ভারতের নেপোলিয়ন” আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর:-সমুদ্রগুপ্ত
11. সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে?
উত্তর:-এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
12. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
উত্তর:-গুপ্তযুগ
13. গুপ্তযুগে কে “উত্তর রামচরিত” নাটক রচনা করেছিলেন?
উত্তর:-ভবভূতি
14. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেছিলেন?
উত্তর:-হরিষেণ
15. শকাব্দের প্রবর্তক কে ?
উত্তর:-কনিষ্ক
16. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন?
উত্তর:-শশাঙ্ক
17. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
উত্তর:-দ্বিতীয় চন্দ্র গুপ্ত
18. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
উত্তর:-চন্দ্র গুপ্ত মৌর্য
19. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
উত্তর:-মেগাস্থিনিস
20. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন?
উত্তর:-712 খ্রিস্টাব্দে
Important Static Gk Topics For SSC CHSL 2025
21-40 গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিকস প্রশ্ন ও উত্তর:-
21. লোকটাক হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর:-মণিপুর
22. লিথোস্ফিয়ার (Lithosphere) নীচের কোনটিকে বােঝায় ?
উত্তর:-ভূত্বক
23. আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি ?
উত্তর:-হাইগ্রোমিটার
24. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
উত্তর:-12,757 কিমি
25. আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?
উত্তর:-পশ্চিমদিক থেকে পূর্বদিকে
26. ফেরেলের সূত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত ?
উত্তর:-বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ
27. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে ?
উত্তর:-27 1/3 দিন
28. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উত্তর:-প্রায় 15 কোটি কিলোমিটার
29. সুর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কতগুণ বেশী?
উত্তর:-প্রায় 13 লক্ষ গুণ
30. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
উত্তর:-শুক্র
31. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম –
উত্তর:-আরাবল্লী
32. ভারতের ব্যারেন দ্বীপে
উত্তর:-সঞ্চয়জাত
33. ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল—
উত্তর:-আল্পস
34. পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর:-সাতপুরা
35. উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন্ গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?
উত্তর:-বানিহাল
36. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর:-কারাকোরাম
37. কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ?
উত্তর:-হিন্দুকুশ
38. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়—
উত্তর:-ধরিয়ান
39. জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তর:-ট্রান্স হিমালয়
40. আপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর:-মার্কিন যুক্তরাষ্ট্র
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
- WBP কনস্টেবল রিজনিং মকটেস্ট পার্ট-04 | WBP Constable Reasoning Mock Test in Bengali Free – Eduvate Portal
Important Static Gk Topics For SSC CHSL PDF Download
41-60 গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে টপিকস প্রশ্ন ও উত্তর
41. সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধাকে বলে—
উত্তর:-বাইভ্যালেন্ট
42. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা-
উত্তর:-23 জোড়া
43. গনাডস-এর বৃদ্ধিতে কীরূপ কোশবিভাজন দেখা যায় ?
উত্তর:-মিওসিস
44. কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে—
উত্তর:-ইন্টারফেজ
45. সমসংস্থ ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতিকে বলে—
উত্তর:-সাইন্যাপসিস
46. সমসংস্থ ক্রোমোজোম খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে-
উত্তর:-ক্রসিংও ভার
47. উদ্ভিদ কোষে বেতন্তু গঠিত হয়-
উত্তর:-মাইক্রোটিউবিউল থেকে
48. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে-
উত্তর:-মিওসিস বিভাজন
49. DNA-তে থাকে-
উত্তর:-ডি. ডিঅক্সিরাইবো শর্করা
50. নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে—
উত্তর:-ফসফরিক অ্যাসিড
51. DNA-এর পিউরিন বেস হল-
উত্তর:-অ্যাডেনিন
52. RNA-তে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হল-
উত্তর:-রাইবোজ শর্করা
53. কেবলমাত্র RNA-তে থাকে এমন একপ্রকার N-যুক্ত ক্ষারমূলক হল-
উত্তর:-ইউরাসিল
54. কোন মৌলটি DNA-এর গঠনে ব্যবহৃত হয় না?
উত্তর:-সালফার
55. ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে—
উত্তর:-পলিপ্লয়ডি
56. ‘Terminalization’ ঘটে—
উত্তর:-ডিপ্লোটিন
57. DNA-এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন—
উত্তর:-ওয়াটসন ও ক্রিক
58. কোন্ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?
উত্তর:-মিওসিস
59. সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায়-
উত্তর:-সাইটোপ্লাজমে
60. মিওসিস বিভাজন ঘটে—
উত্তর:-জনন কোশে
File Details : Important Static Gk Topics For SSC CHSL PDF Download
Language : Bengali
No of Pages: 4
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |