প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রাচীন ভারতীয় ইতিহাস প্রশ্নোত্তর (Ancient Indian History Questions and Answers) উপস্থাপন করছি | এই প্রাচীন ভারতীয় ইতিহাস প্রশ্নোত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

Ancient Indian History Questions and Answers PDF Download 2025
1-10 প্রাচীন ভারতীয় ইতিহাস প্রশ্ন – উত্তর:-
1. কবির কার শিষ্য ছিলেন ?
উত্তর:- রামানন্দ
2. “কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়জন নেই—এই বাণীটি কার?
উত্তর:-রামানন্দ
3. নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন?
উত্তর:-কলকাতা
4. কে বলেছিলেন “রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম”?
উত্তর:-কবির
5. কাঞ্চি নীচের কোন্ রাজ্যের রাজধানী ছিল?
উত্তর:-পল্লব
6. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-পুষ্যমিত্র
7. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল ?
উত্তর:-প্রথম রাজেন্দ্র চোল
8. নীচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত?
উত্তর:-অন্ধ্র অঞ্চল
9. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?
উত্তর:-চোল
10. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-হরিহর ও বুককা
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
Ancient Indian History Questions and Answers PDF
11-20 প্রাচীন ভারতীয় ইতিহাস প্রশ্ন – উত্তর:-
11. মাদুরাই কাদের রাজধানী ছিল?
উত্তর:-পান্ড্য
12. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর:-হাম্পি
13. পালবংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান?
উত্তর:-গোপাল
14. 1420 খ্রিস্টাব্দে এক বিদেশী পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি?
উত্তর:- নিকোলো কন্টি
15. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর:-1191 খ্রিস্টাব্দে
16. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন?
উত্তর:- মুহাম্মদ ঘোরী
17. দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?
উত্তর:-ইলতুতমিস
18. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ?
উত্তর:-1001 খ্রিস্টাব্দে
19. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন?
উত্তর:- মুহাম্মদ ঘোরী
20. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ?
উত্তর:-সুরি
File Details : Ancient Indian History Questions and Answers PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন