সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর | General Knowledge Questions in Bengali Language 2025

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর (General Knowledge Questions in Bengali Language) উপস্থাপন করছি | এই সাধারণ জ্ঞান প্রশ্ন -উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

General Knowledge Questions in Bengali Language PDF

1-20 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর:-

1. বায়ুমণ্ডলের কোন্ স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে ?

উত্তর:- মেসোস্ফিয়ার

2. কোন্ দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয়?

উত্তর:-180° দ্রাঘিমারেখা

3. দ্রাঘিমারেখার আরেকটি নাম কি?

উত্তর:- দেশান্তররেখা

4. কলকাতার প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত?

উত্তর:-91°30 পঃ

5. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?

উত্তর:-0°

6. সুমেরুবৃত্তের অক্ষাংশ কত?

উত্তর:-66° উঃ

7. পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী  জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে, তখন তার দিনপঞ্জীতে-

উত্তর:-১দিন কমিয়ে নেওয়া হয়

8. কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?

উত্তর:-কোপারনিকাস

9. কোনদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান (১২ ঘন্টা দিন ও ১২ ঘন্টা রাত্রি) হয় ?

উত্তর:-২১শে মার্চ

10. কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?

উত্তর:-পাললিক শিলা

11. নীচের কোনটি সঠিক নয়?

উত্তর:-আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে

12. নীচের কোনটি আগ্নেয়শিলা নয় ?

উত্তর:-ডলোমাইট

13. নীচের কোনটি সঠিক?

উত্তর:-পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা

14. সূর্যের উপরিভাগের (Outer Surface) তাপমাত্রা কত ?

উত্তর:-6,000° সেন্টিগ্রেড

15. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে দ্রুততম আবর্তন করে ?

উত্তর:-বৃহস্পতি

16. সৌরজগতের কোন্ গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয়?

উত্তর:-শুক্র

17. সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন?

উত্তর:-কোপারনিকাস

18. রাতের আকাশে কোন্ গ্রহকে লালচে দেখায় ?

উত্তর:-মঙ্গল

19. নীচের কোনটিতে ঝঞ্জার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে ?

উত্তর:-চন্দ্র

20. চাঁদের  আলো পৃথিবীতে পৌছতে কত সময় লাগে ?

উত্তর:-1.3 সেকেণ্ড



General Knowledge Questions in Bengali Language 2025

21-40 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর:-

21. চাঁদের  আলো পৃথিবীতে পৌছতে কত সময় লাগে ?

উত্তর:-1.3 সেকেণ্ড

22. ভাসমান বা ফ্লোটিং শ্বসনে নীচের কোন্ পদার্থের শ্বসন হয় ?

উত্তর:-গ্লুকোজ

23. E.M.P. পথ কাকে বলে?

উত্তর:-গ্লাইকোলিসিস

24. সাইট্রিক অ্যাসিড নিম্নের কী থেকে প্রস্তুত হয় ?

উত্তর:-ছানার জল

25. বিয়ারে অ্যালকোহল থাকে কত শতাংশ?

উত্তর:-4-৪

26. অ্যাসেটিক অ্যাসিড কী থেকে প্রস্তুত করা হয় ?

উত্তর:-আখের রস 

27. C2 চক্র অন্য কী নামে পরিচিত?

উত্তর:-গ্লাইকোলেট চক্র

28. অ্যামিবার শ্বসঅঙ্গ কোনটি ?

উত্তর:-দেহতল 

29. ব্যাঙের করোটিক স্নায়ুর সংখ্যা

উত্তর:-10 জোড়া

30. ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের?

উত্তর:-মিশ্র স্নায়ু

31. অপটিক স্নায়ু একপ্রকারের-

উত্তর:-সংজ্ঞাবহ

32. অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন্ কাজে সাহায্য করে ?

উত্তর:-ঘ্রাণ

33. সুস্বাদু খাদ্যের জন্য লালানিঃসরণ কে নিয়ন্ত্রণ করে?

উত্তর:-গুরুমস্তিষ্ক

34. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?

উত্তর:-অগ্রমস্তিষ্ক

35. মানুষের সুষুন্মাস্নায়ুর সংখ্যা কত?

উত্তর:-31 জোড়া

36. প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছে নিম্নের কার দেহে ?

উত্তর:-হাইড্রা

37. নিম্নলিখিত কোন্ প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাপা ?

উত্তর:-মাছ

38. সোয়ান কোশ নিম্নলিখিত কোন্ অংশে দেখা যায় ?

উত্তর:-অ্যাক্সন

39. প্যাভলভের পরীক্ষায় শুধুমাত্র ঘন্টাধ্বনি শুনেই কুকুরের লালাক্ষরণ হওয়া নিম্নের কোন্ ধরনের প্রতিবর্ত ক্রিয়া?

উত্তর:-শর্তসাপেক্ষ প্রতিবর্ত

40. থার্মোমিটার কে আবিস্কার করেন?

উত্তর:-জেড ভ্যানসেন


File Details : General Knowledge Questions in Bengali Language PDF Download

Language   : Bengali

No of Pages: 3

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment