সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions with Answers PDF Download

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | General Science Questions with Answers PDF) উপস্থাপন করছি | এই প্রশ্ন এবং উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

General Science Questions with Answers PDF in Bengali

1-10 সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর:-

1.সমুদ্রে স্নান করার পর ঠান্ডা লাগে, কারণ—

উত্তর:- শরীর থেকে জল বাম্পায়িত হওয়ার সময়ে লীন তাপ গ্রহণ

2. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের ধারণক্ষমতা-

উত্তর:- উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়।

3. হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়-

উত্তর:- তরলের আপেক্ষিক ঘনত্ব 

4. জলের স্ফুটনাঙ্ক-

উত্তর:- বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে

5. সৌর কুকারের ঢাকা কাচের তৈরি করা হয়। কারণ –

উত্তর:- কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়, কিন্তু তাপ বিকরিত হয়ে বাইরে আসতে পারে না

6. বটমলীর পরীক্ষায় ঘরের উষ্ণতা 5°C হলে পরীক্ষাটি সফল হবে কী?

উত্তর:- হ্যাঁ, হবে

7. জলকে কীভাবে 100°C-এর কম উষ্ণতায় ফোটানো সম্ভব?

উত্তর:- জলের উপরের চাপ কমিয়ে

8. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির ক্ষুটনাঙ্ক বেশি।

উত্তর:- লবণ জল

9. একেবারে শূন্যস্থানে তরলের স্ফুটনাঙ্ক কী হবে?

উত্তর:- একেবারে শূন্যস্থানে তরল যে-কোন উয়তাতেই ফুটতে থাকে অর্থাৎ তখন ফুটনাঙ্কের কোন মান থাকে না

10. খনিগর্ভে জলের স্মৃটনাঙ্ক কেমন হয় ?

উত্তর:- বাড়ে



General Science Questions with Answers PDF

11-20 সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর:-

11. হিমমিশ্রের উষ্ণতা

উত্তর:- – 23°C

12. অপদ্রব মিশ্রিত হলে পদার্থের গলনাঙ্ক-

উত্তর:- কমে যায়

13. অপসারী লেন্স কোনটি?

উত্তর:- অবতল লেন্স

14. অভিসারী লেন্স কোন্টি ?

উত্তর:- উত্তল লেন্স

15. পাতলা লেন্সের অভ্যন্তরস্ত কোন বিন্দু দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে তার কোন বিচ্যুতি হয় না?

উত্তর:- আলোক কেন্দ্র

16. কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না, কিন্তু তার ছবি তোলা যায় ?

উত্তর:- অসদবিম্ব

17. অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে ?

উত্তর:- ক্যামেরা

18. মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর:- অসদবিম্ব

19. বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়?

উত্তর:- ফোকাস তলে

20. বিবর্ধক হিসাবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের

উত্তর:- ফোকাস দূরত্ব অপেক্ষা কম


File Details : General Science Questions with Answers PDF Free Download

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment