প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জিকে জীববিজ্ঞানের প্রশ্ন উত্তর (Gk Biology Questions with Answers) উপস্থাপন করছি | এই জিকে প্রশ্ন এবং উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Gk Biology Questions with Answers in Bengali
1-10 জিকে জীববিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর:-
1. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলে—
উত্তর :- ব্লাইন্ড স্পট
2. চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হল—
উত্তর :- পীতবিন্দু
3. কর্নিয়া থাকে
উত্তর :- চোখে
4. নিম্নলিখিত কোন রাসায়নিক দ্রব্য অগ্রন্থি থেকে নিঃসৃত হয়?
উত্তর :- NaCl
5. জিভের সামনের দিকে কোন স্বাদগ্রহণের স্বাদকোরক থাকে?
উত্তর :- মিষ্টি
6. জিভের কোন অংশে ঝাল লাগে ?
উত্তর :- পাশে
7. মানুষের (পূর্ণবয়স্ক) অস্থির সংখ্যা—
উত্তর :- 206
8. গমনে ভারসাম্য রক্ষা করে—
উত্তর :- লঘুমস্তিষ্ক
9. গমনের সহায়ক পেশী হল—
উত্তর :- ঐচ্ছিক পেশী
10. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া কোন ধরনের চলন?
উত্তর :- ফটোট্রপিক
- WBCS-এর জন্য ভারতীয় অর্থনীতি PDF ( Free )-03 | Indian Economy for WBCS in Bengali PDF – Eduvate Portal
- WBP কনস্টেবলের জন্য গণিত মক টেস্ট পার্ট-07 [ Free ] | Math Mock Test for WBP Constable – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF (Free)ডাউনলোড করুন-02 | Indian Economy in Bengali PDF Download – Eduvate Portal
- WBSSC গ্রুপ সি এবং ডি রিজনিং মক টেস্ট – 01 ( Free ) | WBSSC Group C & D Reasoning Mock Test – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করুন-01 | Economics Questions and Answers pdf free Download – Eduvate Portal
Gk Biology Questions with Answers 2025
11-20 জিকে জীববিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর:-
11. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়। এটি কোন ধরণের চলন?
উত্তর :- সিসমেন্যাসিস্ট চলন
12. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটি একপ্রকার-
উত্তর :- ট্যাকটিক চলন
13. অ্যামিবার গমন অঙ্গ হল-
উত্তর :- ক্ষণপদ
14. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে-
উত্তর :- পুচ্ছপাখনা
15. কেঁচোর গমন অঙ্গ হল-
উত্তর :- সিটা
16. ক্ল্যামাইডোমোনাস গতি হল-
উত্তর :- সিলিয়ারী গতি
17. কেঁচোর গমন পদ্ধতি হল-
উত্তর :- ক্রিপিং
18. শামুকের গমন অঙ্গ হল—
উত্তর :- মাংসল পদ
19. প্রকরণ চলন নিম্নলিখিত কোন্ উদ্ভিদে দেখা যায় ?
উত্তর :- বনৰ্চাড়াল
20. মানুষের সুইমিং-এর প্রধান উদ্দেশ্য হল—
উত্তর :- শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা
File Details : Gk Biology Questions with Answers PDF Download Link
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন




![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)
