সাধারণ বিজ্ঞান প্রশ্ন MCQ PDF | General Science Questions PDF in Bengali

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সাধারণ বিজ্ঞান প্রশ্ন MCQ PDF (General Science Questions MCQs PDF) উপস্থাপন করছি | এই  জিকে সাধারণ বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

General Science Questions MCQs PDF in Bengali

1-10 সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন এবং উত্তর:-

1. রঙের সঠিক পর্যায়ক্রমটি –

(A) বেগুনি, নীল, লাল

(B) সবুজ, কমলা ও লাল

(C) লাল, সবুজ, আকাশী

(D) নীল, সবুজ, হলুদ

উত্তর:- (A) বেগুনি, নীল, লাল

2. ক্যামেরার কোন্ অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে?

(A) লেন্স

(C) অ্যাপারচার

(D) সাটার

(B) ফিল্ম

উত্তর:- (A) লেন্স

3. বস্তুর ত্রিমাত্রিক চিত্রগ্রহণ ও চিত্র প্রদর্শনের প্রযুক্তিকে বলে—

(A) ভিডিওগ্রাফি

(B) লেক্সিকোগ্রাফি

(C) হলোগ্রাফি

(D) ফটোগ্রাফি

উত্তর:- (A) ভিডিওগ্রাফি

4. পৃথিবীর উত্তর মেরুতে একটি দণ্ডচুম্বকের মাঝ বরাবর ঝুলিয়ে রেখে সেটি কেমনভাবে ঝুলতে থাকবে?

(A) অনুভূমিকভাবে

(B) উল্লম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে

(C) উল্লম্বভাবে থাকবে, তার দক্ষিণ মেরু নিচের দিকে

(D) আনতভাবে

উত্তর:- (B) উল্লম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে

5. শুষ্ক চুলকে শক্ত রবারের চিরুনি দিয়ে আঁচড়ালে যে শব্দ শুনতে পাওয়া যায়, তা-

(A) ছোটো ছোটো বৈদ্যুতিক স্পার্ক-এর জন্য

(B) চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণজনিত শব্দ

(C) কোনোটিই নয়

উত্তর:- (A) ছোটো ছোটো বৈদ্যুতিক স্পার্ক-এর জন্য

6. একটি দণ্ডচুম্বকের প্রান্ত থেকে দোদুল্যমান দুটি পিন উল্লম্ব থাকে না, কারণ—

(A) তাদের উপরের অংশ সঠিকভাবে গোলাকার থাকে না

(B) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে

(C) এগুলি চৌম্বক পদার্থের তৈরি

উত্তর:- (B) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে

7. চুম্বকের সমমেরু পরস্পরকে-

(A) আকর্ষণ করে

(B) বিকর্ষণ করে

(C) দুটোই

(D) কিছু করে না।

উত্তর:- (B) বিকর্ষণ করে

8. নীচের কোনটি অচৌম্বক পদার্থ

(A) কাঠ

(B) লোহা

(C) কোবাল্ট

(D) নিকেল

উত্তর:- (A) কাঠ

9. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে-

(A) আকর্ষণ করে

(B) বিকর্ষণ করে

(C) যেকোন একটি

(D) কোন কিছু করে না

উত্তর:- (A) আকর্ষণ করে

10. নিরক্ষরেখায় বিনতি কোণ-এর মান-

(A) 30°

(B) 45°

(C) 70

(D) 0°

উত্তর:- (D) 0°



General Science Questions PDF in Bengali

11-20 সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন এবং উত্তর:-

11. মেরুপ্রদেশে বিনতি কোণ-এর মান—

(A) 60°

(B) 15%

(C) 90°

(D) 0°

উত্তর:- (C) 90°

12. চুম্বক আকর্ষণ করে—

(A) নিকেল

(B) সিজিয়াম

(C) হিলিয়াম

(D) তামা

উত্তর:- (A) নিকেল

13. কাচের রড ও সিল্কের ঘর্ষণে কোনটি কোন আদানপ্রাপ্ত হয় ?

(A) কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক

(B) কাচের রড ধনাত্মক, সিল্ক ঋণাত্মক

(C) দুটোই ধনাত্মক

(D) দুটোই ঋণাত্মক

উত্তর:- (A) কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক

14. “সমতড়িৎ পরস্পরকে বিকর্ষিত করে এবং বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে”—উক্তিটি-

(A) ঠিক

(B) ভুল

(C) কখনো কখনো ঠিক

(D) কখনো কখনো ভুল

উত্তর:- (A) ঠিক

15. বজ্ৰবহ কী?

(A) বজ্রপাত হতে দেয় না

(B) বর্জকে আবার আকাশে ফিরিয়ে দেয়

(C) বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে

(D) বজ্রকে বহন করে নিয়ে যায়

উত্তর:- (C) বজ্র থেকে কোনো কিছুকে রক্ষা করে

16. নিম্নের কোন্ ধাতু দিয়ে বজ্রহ তৈরি হয় ?

(A) লোহা

(B) রূপা

(C) অ্যালুমিনিয়াম

(D) তামা

উত্তর:- (D) তামা

17. পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান হয়—

(A) শূন্য

(B) 1

(C) 100

(D) ঋণাত্মক

উত্তর:- (A) শূন্য

18. দুটি ভিন্ন ধরণের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে—

(A) প্রবাহী তড়িৎ

(B) স্থির তড়িৎ

(C) A.C

(D) D.C.

উত্তর:- (B) স্থির তড়িৎ

19. বৈদ্যুতিক বর্তনীতে ধারক (Capacitor) ব্যবহার করা হয় ?

(A) বিভব বৃদ্ধির জন্য

(B) বিভব হ্রাসের জন্য

(C) বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য

(D) বৈদ্যুতিক আধান তৈরির জন্য

উত্তর:- (C) বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য

20. নিম্নলিখিত কোটি তড়িচ্চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে না?

(A) বৈদ্যুতিক পাখা

(B) টেলিফোন যন্ত্র

(C) কার্বন মাইক্রোফোন

(D) ডায়নামো

উত্তর:- (D) ডায়নামো


File Details : General Science Questions and Answers PDF Download

Language   : Bengali

No of Pages: 4

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment