RRB NTPC 2025 স্ট্যাটিক জিকে PDF ডাউনলোড করুন | RRB NTPC Static Gk PDF Download

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা RRB NTPC 2025 স্ট্যাটিক জিকে PDF (RRB NTPC Static Gk PDF) উপস্থাপন করছি | এই স্ট্যাটিক জিকে প্রশ্ন এবং উত্তর  RRB NTPC 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

RRB NTPC Static Gk PDF Download in Bengali

1-10 RRB NTPC 2025 পরীক্ষার জন্য  জিকে প্রশ্ন ও উত্তর:-

1. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: গলফ

2. উবের কাপ কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: ব্যাডমিন্টন

3. IP-এর পূর্ণরূপ কী?

উত্তর: Internet Protocol

4. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ফ্রান্সের প্যারিসে

5. কোন উদ্ভিদে হস্টোরিয়া পাওয়া যায়?

উত্তর: স্বর্ণলতা

6. AIDS-এর পূর্ণরূপ কী?

উত্তর: Acquired Immunodeficiency Syndrome (অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম)

7. মানুষের চোখ কাজ করে আলোর কোন বৈশিষ্ট্যের উপর?

উত্তর: প্রতিসরণ

8. মানুষের চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়?

উত্তর: রেটিনা

9. আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কী?

উত্তর: হাইগ্রোমিটার

10. রিখটার স্কেল দিয়ে কী মাপা হয়?

উত্তর: ভূমিকম্পের তীব্রতা



RRB NTPC Static Gk Questions PDF Download Free

11-20 RRB NTPC 2025 পরীক্ষার জন্য  জিকে প্রশ্ন ও উত্তর:-

11. দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?

উত্তর: রবার্ট ক্লাইভ

12. কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন?

উত্তর: ১৯৩০ সালে

13. অশ্বঘোষ কোন রাজার সভাকবি ছিলেন?

উত্তর: কনিষ্ক

14. দীপন চক্রবর্তী কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: দাবা

15. পিসিকালচার কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: মৎস্য চাষ

16. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?

উত্তর: ফরমিক অ্যাসিড

17. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর?

উত্তর: তামা, দস্তা ও নিকেল

18. আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর: চরক

19. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক কে?

উত্তর: আশাপূর্ণা দেবী

20. বীজ ফুলের কোন অংশের পরিণত রূপ?

উত্তর: ডিম্বক


File Details : RRB NTPC Static Gk PDF Download

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে STUDY MATERIALS  সামগ্রী পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment