WBP (পশ্চিমবঙ্গ পুলিশ) পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে PDF ডাউনলোড করুন | Static Gk in Bengali PDF Download for WBP 2025

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  WBP (পশ্চিমবঙ্গ পুলিশ) পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে PDF (Static Gk in Bengali PDF for WBP) উপস্থাপন করছি | এই  Static GK প্রশ্ন ও উত্তর WBP Constable  পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

স্ট্যাটিক জিকে | Static Gk in Bengali PDF Free Download

1-10 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর:-

1. “সূর্যসিদ্ধান্ত”-এর রচয়িতা কে?

উত্তর: আর্যভট্ট। 

2. ‘সুলহ-ই-কুল’ অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা – কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয়?

উত্তর: আকবর। 

3. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 

4. কোন ধরণের কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে?

উত্তর: অ্যানথ্র্যাসাইট। 

5. কার নেতৃত্বে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয়? 

উত্তর: দাদাভাই নৌরজি। 

6. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়ক-ই-আজম কে নির্মাণ করেন? 

উত্তর: শেরশাহ। 

7. ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তর: কেরালা। 

8. ‘মালবিকাগ্নিমিত্রম’ -নাটকটির রচয়িতা কে?

উত্তর: কালিদাস। 

9. ‘ভারত শাসন আইন’ কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাশ হয়?

উত্তর: 1858 খ্রিস্টাব্দে। 

10. কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?  উত্তর: ইলতুৎমিস। 



স্ট্যাটিক জিকে PDF | Static Gk in Bengali PDF Download 2025

11-20 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর:-

11. সৌরজগতের কোন গ্রহের পলায়ন বেগ (Escape Velocity) সবচেয়ে বেশি?

উত্তর: বৃহস্পতি। 

12. কোন রাজ্যটি ‘ভারতের মশলার বাগান’ নামে পরিচিত?

উত্তর: কেরল। 

13. পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে? 

উত্তর: বাংলাদেশ। 

14. 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে কোন দেশ? 

উত্তর: ভারত। 

15. ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? 

উত্তর: 1টি। 

16. দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? 

উত্তর: হাজি বেগম। 

17. চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? 

উত্তর: অসহযোগ আন্দোলন। 

18. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। 

19. দ্বৈত শাসনতন্ত্র কিসের ভিত্তিতে স্থাপিত হয়েছিল? 

উত্তর:1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। 

20. একজন প্রাপ্তবয়স্ক মানুষের গ্রন্থিনিঃসৃত হরমোন (STH) এর ক্ষরণ বেশি হলে কোন রোগ হয়? 

উত্তর: অ্যাক্রোমেগালি।


File Details : Static Gk in Bengali PDF Download

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে STUDY MATERIALS  সামগ্রী পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment