জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Latest General Knowledge Questions and Answers 2025

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (Latest General Knowledge Questions and Answers ) উপস্থাপন করছি | এই জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Latest General Knowledge Questions and Answers in Bengali

1-10 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর:-

1.’অসহযোগ আন্দোলন’ শুরু হয়েছিল –

উত্তর:- 1920 খ্রিস্টাব্দ 

2. ভারতের নবীনতম পর্বতমালার নাম – 

উত্তর:- আরাবল্লী

3. বাংলার ‘ নানাসাহেব ‘ বলা হয় –

উত্তর:- রামরতন মল্লিক               

4. ফ্রান্সের জাতীয় খেলার নাম  –

উত্তর:- ‘ফুটবল’             

5. মাদ্রাজ এর নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় –

উত্তর:- 1968

6. আদা বেশি পরিমাণে উৎপন্ন হয় –

উত্তর:- উত্তরপ্রদেশ

7.  সাইলেন্ট ভ্যালি  দেখা যায় –

উত্তর:-  ‘কেরালা ‘               

8. বঙ্কিমচন্দ্র  ‘আনন্দমঠ’  রচনা করেন –

উত্তর:- 1890 খ্রিস্টাব্দে                

9. সাগরের তলদেশে রেল ব্যবস্থা গড়ে তুলেছে –

উত্তর:- জাপান

10. পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদনকারী দেশ –

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র



Latest General Knowledge Questions and Answers PDF

11-20 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর:-

11. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? 

উত্তর:-আলাউদ্দিনের 

12. শ্রীলংকার জাতীয় ভাষা কি?

উত্তর:- সিংহলি 

13. স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?

উত্তর:- হীরালাল জে  কানাইয়া

14. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? 

উত্তর:- গ্রেট বেরিয়ার রিপ 

15. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত ? 

উত্তর:- চিলি 

16. আদিনা মসজিদ নির্মাণ করেন –

উত্তর:- সিকিন্দার শাহ 

17. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? 

উত্তর:- কবীর 

18. ‘ তুজুক ই বাবরি ‘  এই আত্মজীবনীটি কে লেখেন? 

উত্তর:- বাবর 

19. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?

উত্তর:- সুকুমার সেন  

20 .  গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন?

উত্তর:- সাতবাহন 


Latest General Knowledge Questions and Answers PDF 2025

21-30 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর:-

21. বিশ্বের বৃহত্তম নদীচর হল –

উত্তর:- মাজুলি দ্বিপ 

22. বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?

উত্তর:- পাঞ্জাব 

23. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ 

24. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?

উত্তর:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ  

25. দামোদরের প্রধান শাখানদী কোনটি ?

উত্তর:- মুন্ডেশ্বরী

26. আধুনিক চিনের জনক কাকে বলা হয় ?

উত্তর:- সান ইয়াৎ সেন

27. কোনটির মধ্যে ব্যাতিক্রান্ত প্রসারণ দেখা যায়? 

উত্তর:- জল

28. মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়? 

উত্তর:- 10 শত কোটি

29. সংগীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়? 

উত্তর:- 1953

30. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তর:- জওহরলাল নেহেরু


File Details : Latest General Knowledge Questions and Answers PDF Download

Language   : Bengali

No of Pages: 02

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test  পেতে  আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment