জিআই মক টেস্ট পার্ট-01 (নতুন প্যাটার্ন) | Online GI Mock Test in Bengali (New Pattern)

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জিআই মক টেস্ট পার্ট-01 (নতুন প্যাটার্ন) (GI Mock Test in Bengali (New Pattern)) উপস্থাপন করছি | এই জিআই মক টেস্ট সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ |এখনই জিআই মক টেস্ট শুরু করুন-

Online GI Mock Test in Bengali

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাসমস্ত সরকারি চাকরির পরীক্ষা
পর্ব01
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

GI Mock Test in Bengali Part-01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. যদি 3, 9, 27, 81, ? সিরিজটি অনুসরণ করা হয়, তবে পরবর্তী সংখ্যা কী হবে ?

2 / 25

2. 4, 9, 16, 25, ? সিরিজের পরবর্তী সংখ্যা কী ?

3 / 25

3. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে । A, E এবং F এর মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই, তাহলে B এর বিপরীতে কে আছে ?

4 / 25

4. যদি “CAT” কে “DBU” হিসেবে কোড করা হয়, তাহলে “DOG” এর কোড কী হবে ?

5 / 25

5. নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে আলাদা ?

6 / 25

6. যদি আজ সোমবার হয়। 61 দিন পরে, কোন দিন হবে ?

7 / 25

7. যদি 2021 সালের 21শে মার্চ রবিবার হয়, তাহলে 2022 সালের 12ই জানুয়ারী কোন দিন হবে ?

8 / 25

8. শ্রেণীকক্ষে অজয়ের স্থান প্রথম থেকে 20 তম এবং শেষ থেকে 10 তম, শ্রেণীটি তে মোট কতজন ছাত্রছাত্রী আছে ?

9 / 25

9. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে । A, E এবং F এর মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই, তাহলে B এর বিপরীতে কে আছে ?

10 / 25

10. a_c_ba_ca_cb উপযুক্ত অক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ করো ?

11 / 25

11. সঠিক উত্তর কোনটি ?

বিবৃতি: কিছু বিড়াল ইঁদুর। সব বাদুড়ই টেবিল। সব ইঁদুরই বাদুড়।

উপসংহার:

  1. কিছু বিড়াল বাদুড় II. সকল বাদুড়ই ইঁদুর
    III. সব টেবিলই বিড়াল ।IV. সব বাদুড়ই বিড়াল

12 / 25

12. b_ab_ b_aab_b উপযুক্ত অক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ করো ?

13 / 25

13. সঠিক ক্রম টি লেখ : (1) নিয়োগপত্র (2) যোগদান (3) আবেদন (4) ইন্টারভিউ (5) বিজ্ঞাপন ?

14 / 25

14. যদি X + Y = 18 এবং X – Y = 6, তবে X এর মান কত হবে ?

15 / 25

15. INCARCERATION শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না ?

16 / 25

16. ওটোয়া: কানাডা::ক্যানবেরা: ?

17 / 25

17. ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ হবে ?

18 / 25

18. রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিমি উত্তর দিকে গেল, তারপর বামদিকে ঘুরে 8 কিমি গেল এবং তারপর দক্ষিণ দিকে আরো 10 কিমি গেল, সবশেষে সে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে ?

19 / 25

19. একজন ভদ্রমহিলাকে দেখিয়ে নিতা বলল,” সে আমার মায়ের ছেলের বাবার বোন।” তবে ভদ্রমহিলা নিতা র সাথে কীভাবে সম্পর্কিত ?

20 / 25

20. যদি A = 1, B = 2, C = 3, …, Z = 26, তাহলে WORD এর মান কত ?

21 / 25

21. প্রদত্ত সিরিজে কোনটি অনুপযুক্ত : 196, 169, 144, 121, 100, 80, 64 ?

22 / 25

22. বিস্মিতা পূর্ব দিকে 200 মিটার হেঁটে তারপর ডানদিকে মোড় নেয় এবং 210 মিটার হেঁটে একটি হাসপাতালে পৌঁছায়। শুরুর স্থান এবং হাসপাতালের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত?

23 / 25

23. নিচের কোনটি একটি কিউব সংখ্যা ?

24 / 25

24. ভুল সংখ্যাটি নির্নয় করো : 888,454,222,111,55.5,27.75

25 / 25

25. যদি 6, 11, 21, 36, 56, ? এর পরবর্তী সংখ্যা কী হবে ?

Your score is

The average score is 58%

0%



জিআই মক টেস্ট | GI Mock Test in Bengali 2025

GI Mock Test সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য লাভের জন্য অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন । GI Mock Test in Bengali -র সুবিধা নিয়ে আজই শুরু করুন এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment