ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF বিনামূল্যে ডাউনলোড করুন | History Questions and Answers PDF free Download 2025

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF বিনামূল্যে ডাউনলোড করুন (History Questions and Answers PDF free Download) উপস্থাপন করছি | এই ভারতীয় ইতিহাস PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

History Questions and Answers PDF free Download in Bengali

1-10 গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাস প্রশ্ন ও উত্তর:-

1. চীনদেশীয় কোন পর্যটক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন?

উত্তর:- হিউয়েন সাঙ

2. হিউয়েন সাঙ তার বিবরণী কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন?

উত্তর:- সি-ইউ-কি

3. কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থদুটি কে রচনা করেছিলেন?

উত্তর:- বানভট্ট

4. হর্ষবর্ধন প্রয়াগে পাঁচ বছর অন্তর যে মেলার আয়োজন করতেন তার নাম কি?

উত্তর:- মহা মিছিল ক্ষেত্র

5. গৌড়বাহ কে রচনা করেছিলেন?

উত্তর:- বাকপতি

6. প্রতিহার রাজ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- প্রথম নাগভট্ট

7. পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর:- গোপাল

8. ওদন্তপুরী মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ধর্মপাল

9. বাংলার প্রথম রাজা কে নির্বাচিত হয়?

উত্তর:- গোপাল

10. বাংলার পালযুগে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল–

উত্তর:- বৌদ্ধবিহার ও মঠ গুলি



History Questions and Answers PDF free Download

11-20 গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাস প্রশ্ন ও উত্তর:-

11. বিক্রমশীলা মহাবিহারের নির্মাতা ছিলেন–

উত্তর:- ধর্মপাল

12. কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়?

উত্তর:- দ্বিতীয় মহিপাল

13. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর:- দেবপাল

14. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- বিজয় সেন

15. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর:- বল্লাল সেন

16. দানসাগর ও অদ্ভুতসাগর–এর রচয়িতা কে?

উত্তর:- বল্লাল সেন

17. পবন দুত কার রচনা?

উত্তর:- ধোয়ি

18. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে?

উত্তর:- জয়দেব

19. কৌলিন্য প্রথার প্রবর্তক কে?

উত্তর:- বল্লাল সেন

20. বাতাপির চালুক্য বংশের শেষ রাজার নাম কি?

উত্তর:- দ্বিতীয় কীর্তিবর্মন


History Questions and Answers PDF free Download 2025

21-30 গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাস প্রশ্ন ও উত্তর:-

21. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উত্তর:- দ্বিতীয় পুলকেশী

22. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর:- তৃতীয় গোবিন্দ

23. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- দন্তিদুর্গ

24. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- প্রথম আদিত্য

25. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর:- প্রথম নরসিংহ বর্মন

26. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর:- রাজা অপরাজিত পল্লব

27. ´বাতাপিকোণ্ড` উপাধি কে নেন?

উত্তর:- প্রথম নরসিংহ বর্মন

28. চোল বংশের শেষ বা শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন?

উত্তর:- কুলোতুঙ্গ

29. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- বিজয়ালয়

30. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?

উত্তর:- কারিকল


File Details : History Questions and Answers PDF free Download

Language   : Bengali

No of Pages: 02

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment