আয়তক্ষেত্র মক টেস্ট পার্ট-01 | Free Rectangle Mock Test in Bengali – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আয়তক্ষেত্র মক টেস্ট পার্ট-01 (Free Rectangle Mock Test in Bengali)  উপস্থাপন করছি | এই আয়তক্ষেত্র মক টেস্ট সমস্ত চাকরির পরীক্ষার জন্যগুরুত্বপূর্ণ | এখনই আয়তক্ষেত্র মক টেস্ট শুরু করুন-

Free Rectangle Mock Test in Bengali Part-01

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাসমস্ত সরকারি চাকরির পরীক্ষা
পর্ব01
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

Free Rectangle Mock Test in Bengali Part-01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 40 মি এবং প্রস্থ 30 মি। এর চারধার দিয়ে 5 মিটার একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত?

2 / 25

2. 12 মিটার বাই 8 মিটার আয়তাকার ঘরের মেঝেতে 40 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হলে কয়টি টাইলস লাগবে?

3 / 25

3. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 8 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

4 / 25

4. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি। প্রস্থ দৈর্ঘ্যের 2/3 parts, ক্ষেত্রফল কত?

5 / 25

5. একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মি এবং প্রস্থ 9 মি হলে, বর্গক্ষেত্রের পরিসীমা কত?

6 / 25

6. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 5 সেমি। এর ক্ষেত্রফল কত?

7 / 25

7. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গসেমি। যদি দৈর্ঘ্য 8 সেমি হয়, প্রস্থ কত?

8 / 25

8. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেমি এবং কর্ণ 17 সেমি। এর পরিসীমা কত?

9 / 25

9. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। যদি পরিসীমা 40 সেমি হয়, তবে দৈর্ঘ্য কত?

10 / 25

10. 5 সেমি এবং 12 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

11 / 25

11. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20 মি এবং প্রস্থ 15 মি। তার কর্ণ বরাবর হেঁটে গেলে ব্যক্তি কত মিটার হাঁটবে?

12 / 25

12. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 সেমি এবং প্রস্থ 5 সেমি। এর দৈর্ঘ্য কত?

13 / 25

13. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 30 মিটার এবং প্রস্থ 5 মিটার। এর দৈর্ঘ্য কত?

14 / 25

14. আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি কী?

15 / 25

15. 7 সেমি দৈর্ঘ্য এবং 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে কত দৈর্ঘ্যের একটি সরলরেখার প্রয়োজন?

16 / 25

16. দুটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান। প্রথমটির প্রস্থ 6 সেমি এবং ক্ষেত্রফল 54 বর্গসেমি। দ্বিতীয়টির ক্ষেত্রফল 81 বর্গসেমি হলে, তার প্রস্থ কত?

17 / 25

17. 16 মিটার দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 128 বর্গমিটার। প্রস্থ কত?

18 / 25

18. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি। এর দৈর্ঘ্য 7 সেমি হলে, ক্ষেত্রফল কত?

19 / 25

19. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। যদি ক্ষেত্রটির পরিসীমা 400 মি হয়, তার দৈর্ঘ্য কত?

20 / 25

20. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% কমানো হলো এবং প্রস্থ 20% বাড়ানো হলো। ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

21 / 25

21. একটি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সর্বদা —

22 / 25

22. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল 50 বর্গসেমি, পরিসীমা কত?

23 / 25

23. আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে কী করে?

24 / 25

24. আয়তক্ষেত্রের একটি কোণের মান কত ডিগ্রি?

25 / 25

25. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ানো হল এবং প্রস্থ 20% কমানো হল। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত?

Your score is

The average score is 53%

0%



আয়তক্ষেত্র মক টেস্ট পার্ট-01 | Rectangle Mock Test in Bengali 2025

চাকরির পরীক্ষায় সাফল্য লাভের জন্য আয়তক্ষেত্র মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আয়তক্ষেত্র মক টেস্ট -র সুবিধা নিয়ে আজই শুরু করুন এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment