General Knowledge 2025 – GK Questions and Answers

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  GK Questions and Answers উপস্থাপন করছি | GK Questions and Answers Free PDF  ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

GK Questions and Answers PDF Download | জিকে PDF ডাউনলোড করুন

1-10 GK Questions and Answers MCQs PDF Free Download

1. সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হল— 

(A) দিল্লী 

(B) পণ্ডিচেরী 

(C) দাদরা ও হাভেলি 

(D) লাক্ষাদ্বীপ 

উত্তর: (D) লাক্ষাদ্বীপ 

2. কলকাতায় পাতালরেল প্রথম কবে চালু হয় ?

(A) 1990 সালে 

(B) 1992 সালে 

(C) 1984 সালে 

(D) 1988 সালে 

উত্তর: (C) 1984 সালে 

3. জনসংখ্যার বিচারে ভারতের স্থান বিশ্বে -________ 

(A) প্রথম 

(B) দ্বিতীয় 

(C) তৃতীয় 

(D) চতুর্থ 

উত্তর: (B) দ্বিতীয়

4. ‘ প্রাচ্যের ভেনিস ‘ কাকে বলে ? 

(A) আলেপ্পি 

(B) বারাণসী 

(C) কোচি 

(D) ভূপাল

উত্তর: (A) আলেপ্পি 

5. ভারতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ লোক বাস করে ?

(A) 2.42 % 

(B) 8 % 

(C) 20 % 

(D) 16 %

উত্তর: (D) 16 %

6. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক ?

(A) পশ্চিমবঙ্গ 

(B) কেরল 

(C) বিহার

(D) উত্তরপ্রদেশ

উত্তর:  (D) উত্তরপ্রদেশ

7. ভারতে মানুষের গড় আয়ু প্রায় ?

(A) 45 বছর 

(B) 56 বছর 

(C) 61 বছর 

(D) 65 বছর

উত্তর:  (B) 56 বছর

8. ভারতে প্রধান বন্দর কয়টি ?

(A) 12 

(B) 6 

(C) 4 

(D) 10

উত্তর: (A) 12 

9. ‘ উদ্যান নগরী ‘ কোন শহরকে বলা হয় ?

(A) জয়পুর

(B) চণ্ডীগড় 

(C) বেঙ্গালুরু

(D) ভূপাল 

উত্তর: (C) বেঙ্গালুরু

10. কোন শহরকে ‘ হ্রদের শহর ‘ বলে ? 

(A) ভূপাল 

(B) হায়দ্রাবাদ 

(C) উদয়পুর

(D) শ্রীনগর 

উত্তর: (B) হায়দ্রাবাদ 


General Knowledge 2025 | জিকে 2025

11-20 GK Questions and Answers PDF

11. কেরলের রাজধানীর নাম কি ?

(A) কোচি 

(B) তিরুবনন্তপুরম 

(C) উদয়পুর

(D) বিশাখাপত্তনম

উত্তর: (B) তিরুবনন্তপুরম

12. কোন্‌টি শুল্কমুক্ত বন্দর ?

(A) মুম্বাই 

(B) মার্মাগাও 

(C) কান্দালা 

(D) চেন্নাই 

উত্তর: (C) কান্দালা 

13. ‘ ভারতের সুইজারল্যাণ্ড ‘ কোন শহরকে বলা হয় ?

(A) বিশাখাপত্তনম

(B) শ্রীনগর 

(C) শিলং 

(D) সিমলা

উত্তর:  (B) শ্রীনগর 

14. ‘ ভারতের ম্যাঞ্চেস্টার ’ কোন শহর ? 

(A) টাটানগর 

(B) কোয়েম্বাটুর 

(C) আমেদাবাদ

(D) পুনে

উত্তর: (C) আমেদাবাদ 

15. ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কোনটি ?

(A) হাজারীবাগ 

(B) ধানবাদ 

(C) জামশেদপুর 

(D) রাঁচি

উত্তর: (D) রাঁচি

16. কোন শহরের প্রাচীন সংস্কৃত নাম ছিল কুসুমপুর এবং পুষ্পপুর ?

(A) লক্ষৌ

(B) পাটনা

(C) শ্রীনগর 

(D) ভূপাল

উত্তর: (B) পাটনা

17. ভিলাই, বিলাসপুর এবং দুর্গ কোন রাজ্যের অন্তর্গত ?

(A) উত্তরপ্রদেশ

(B) বিহার

(C) ছত্তিশগড়

(D) মধ্যপ্রদেশ 

উত্তর: (C) ছত্তিশগড়

18. চণ্ডীগড়ে রাজধানী না হওয়া পর্যন্ত, 1947 থেকে 1953 অবধি কোন শহর পাঞ্জাবের সদর দপ্তর ছিল ?

(A) অমৃতসর

(B) সিমলা

(C) লুধিয়ানা

(D) লক্ষৌ

উত্তর: (B) সিমলা

19. ভারতের কোন রাজ্য পূর্বে নেফা (North – East Frontier Agency) নামে পরিচিত ছিল ?

(A) নাগাল্যাণ্ড

(B) অসম

(C) সিকিম

(D) অরুণাচল প্রদেশ 

উত্তর: (D) অরুণাচল প্রদেশ

20. প্রাচীনকালে কোন শহর জ্যোতিষশাস্ত্রের নগর হিসাবে পরিচিত ছিল ?

(A) গুয়াহাটি 

(B) জয়পুর 

(C) অনেশ্বর 

(D) কটক

উত্তর: (A) গুয়াহাটি 


GK Questions and Answers PDF | জিকে  PDF ডাউনলোড করুন

21-30 General Knowledge 2025 প্রশ্ন ও উত্তর

21. 1583 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কোন শহরের নামের অর্থ ‘ ঈশ্বরের শহর ‘ ?

(A) দিল্লি

(B) আগ্রা

(C) এলাহাবাদ 

(D) আমেদাবাদ 

উত্তর: (C) এলাহাবাদ 

22. গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

(A) নর্মদা 

(B) তাপ্তী 

(C) লুনী 

(D) সবরমতী 

উত্তর: (D) সবরমতী

23. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ? 

(A) কোজিকট 

(B) মিনিকয় 

(C) কালিকট

(D) কাভারত্তি

উত্তর: (D) কাভারত্তি

24. কোন পুণ্যতীর্থ পূর্বে ‘ কপিল ’ নামে পরিচিত ছিল ?

(A) হরিদ্বার

(B) হৃষিকেশ

(C) কেদারনাথ

(D) বারাণসী 

উত্তর: (A) হরিদ্বার

25. সেলুলার জেল কোথায় ?

(A) লাক্ষাদ্বীপ 

(B) আগ্রা 

(C) আন্দামান – নিকোবর 

(D) পুনে

উত্তর: (C) আন্দামান – নিকোবর 

26. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (1942-45) জাপানীরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল ?

(A) নাগাল্যাণ্ড

(B) মিজোরাম

(C) আন্দামান – নিকোবর

(D) মণিপুর

উত্তর: (C) আন্দামান – নিকোবর 

27. ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ভারতীয় যাদুঘর কোন শহরে অবস্থিত ?

(A) দিল্লি

(B) কলকাতা 

(C) হায়দ্রাবাদ

(D) পুণে

উত্তর: (B) কলকাতা 

28. ভারতের কোথায় ‘ হনিমুন আইল্যাণ্ড ‘ এবং ‘ ব্রেকফাস্ট আইল্যান্ড ‘ আছে ? 

(A) পুলিকট হ্রদ 

(B) চিল্কা হ্রদ 

(C) পক প্রণালী 

(D) কচ্ছ উপসাগর

উত্তর: (B) চিল্কা হ্রদ

29. পিচোলা হ্রদ কোন শহরে অবস্থিত ?

(A) মেঘালয় 

 (B) উদয়পুর

(C) জয়পুর 

(D) হায়দ্রাবাদ 

উত্তর: (B) উদয়পুর

30. কোন রাজ্যে ‘ ইংরেজি ’ ই একমাত্র স্বীকৃত সরকারী ভাষা ?

(A) নাগাল্যাণ্ড 

(B) মণিপুর 

(C) মেঘালয় 

(D) মিজোরাম 

উত্তর: (D) মিজোরাম


GK Questions and Answers PDF | জিকে  PDF ডাউনলোড করুন

31-40 General Knowledge 2025 প্রশ্ন ও উত্তর

31. ‘ মার্বেল রক ’ কোন শহরের নিকট অবস্থিত ?

(A) ইন্দোর 

(B) জয়পুর 

(C) জব্বলপুর 

(D) হায়দ্রাবাদ

উত্তর: (C) জব্বলপুর

32. আন্দামানে 300 এর বেশী দ্বীপ আছে । এর মধ্যে কতগুলি দ্বীপে বসবাসকারী মানুষ দেখতে পাওয়া যায় ?

(A) 50 টি 

(B) 100 টি 

(C) 142 টি 

(D) 26 টি

উত্তর: (D) 26 টি

33. গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি ? 

(A) শিলিগুড়ি 

(B) গ্যাংটক 

(C) দার্জিলিং 

(D) কালিম্পং 

উত্তর: (C) দার্জিলিং 

34. সরিস্কা বন্যপ্রাণী অরণ্য কোন রাজ্যে ?

(A) মধ্যপ্রদেশ 

(B) গুজরাট

(C) উত্তরপ্রদেশ 

(D) রাজস্থান 

উত্তর: (D) রাজস্থান 

35. হারোয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত ?

(A) গ্যাংটক 

(B) আগরতলা 

(C) ইটানগর 

(D) কোহিমা 

উত্তর: (B) আগরতলা 

36. হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত ?

(A) মুসি 

(B) কৃষ্ণা 

(C) সবরমতী 

(D) গোদাবরী

উত্তর:  (A) মুসি 

37. সোনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ বৃহত্তম ?

(A) আমেরিকা

(B) মেক্সিকো 

(C) দক্ষিণ আফ্রিকা 

(D) সৌদি আরব 

উত্তর: (C) দক্ষিণ আফ্রিকা 

38. ভারতে কোন বাঁধ বৃহত্তম ? 

(A) মাইথন বাঁধ

(B) হীরাকুদ বাঁধ

(C) নাগার্জুন সাগর বাঁধ

(D) ভাকরা-নাঙ্গাল বাঁধ

উত্তর: (D) ভাকরা-নাঙ্গাল বাঁধ

39. নীচের কোনটি ভারতে সবচেয়ে বেশী পরিমাণ পাওয়া যায় ?

(A) লোহা

(B) ম্যাঙ্গানীজ 

(C) তামা 

(D) কয়লা

উত্তর:  (D) কয়লা

40. পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি ?

(A) ঘুম 

(B) সিদ্ৰাপং 

(C) দার্জিলিং 

(D) লে 

উত্তর: (A) ঘুম 


GK Questions and Answers PDF | জিকে  PDF ডাউনলোড করুন

41-50 General Knowledge 2025 প্রশ্ন ও উত্তর

41. নীচের কোন রাজ্যকে ‘ ভারতের শস্যাগার ’ বলা হয় ?

(A) পাঞ্জাব

(B) উত্তরপ্রদেশ

(C) হরিয়ানা

(D) কেরল

উত্তর: (A) পাঞ্জাব 

42. পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটি ?

(A) ভারত 

(B) কিউবা 

(C) ব্রাজিল 

(D) স্পেন 

উত্তর: (B) কিউবা 

43. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী লিগনাইট পাওয়া যায় ?

(A) মহারাষ্ট্র 

(B) পশ্চিমবঙ্গ 

(C) তামিলনাড়ু 

(D) বিহার

উত্তর:  (C) তামিলনাড়ু 

44. মৃদুমালাই অভয়ারণ্য কোথায় ?

(A) কেরলে

(B) অন্ধ্রপ্রদেশে 

(C) কর্ণাটকে 

(D) তামিলনাড়ুতে

উত্তর: (D) তামিলনাড়ুতে

45. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

(A) ফালুট 

(B) গর্গাগুরু 

(C) পাঞ্চেৎ 

(D) শুশুনিয়া 

উত্তর: (B) গর্গাগুরু

46. পশ্চিমবঙ্গের মোট আয়তনে প্রায় কত শতাংশ বনভূমি ?

(A) 14 %

(B) 24 % 

(C) 10 % 

(D) 33 %

উত্তর: (A) 14 %

47. পশ্চিমবঙ্গে কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে শতকরা কত জন ?

(A) 55 জন

(B) 25 জন

(C) 30 জন

(D) 48 জন 

উত্তর: (A) 55 জন

48. “ Land of white Orchid ” কাকে বলা হয় ?

(A) কালিম্পং 

(B) দার্জিলিং 

(C) কোচবিহার 

(D) কার্শিয়াং

উত্তর: (D) কার্শিয়াং

49. কোন শহরকে ভারতের রোম বলা হয় ?

(A) জয়পুর 

(B) আগ্রা 

(C) দিল্লি

(D) হায়দ্রাবাদ

উত্তর: (C) দিল্লি

50. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ?

(A) 19 টি 

(B) 20 টি

(C) 18 টি

(D) 23 টি

উত্তর: (D) 23 টি


File Details : GK Questions and Answers PDF Download

Language   : Bengali

No of Pages: 9

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে STUDY MATERIALS  সামগ্রী পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment