প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর (Gk Questions with Answers PDF Download) উপস্থাপন করছি | এই সাধারণ জ্ঞান প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Gk Questions with Answers PDF Download 2025
1-25 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন – উত্তর:-
1. বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়?
উত্তর:- শশাঙ্ক
2. পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন?
উত্তর:- ধীমান ও বীতপাল
3. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-আলাউদ্দীন বাহমনী শাহ
4. কোন কোন ঐতিহাসিক কাকে “দাক্ষিণাত্যের আকবর” আখ্যা দিয়ে থাকেন?
উত্তর:-ফিরোজ শাহ
5. নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন?
উত্তর:-ইলতুতমিস
6. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “বৈপরীত্যের মিশ্রণ” বলে আখ্যা দিয়েছেন?
উত্তর:-মুহাম্মদ বিন তুঘলক
7. পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি?
উত্তর:-রামানন্দ
8. কোন সুলতান নিজেকে “নইবই-খুদাই” বা “ঈশ্বরের প্রতিনিধি” বলে আখ্যা দিয়েছিলেন?
উত্তর:-বলবন
9. কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারলাভ করেছিল?
উত্তর:-আলাউদ্দীন খলজী
10. রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নােট দিল্লির কোন সুলতান চালু করেন?
উত্তর:-মুহাম্মদ বিন তুঘলক
11. “দুরাণী” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:-আহমদ শাহ আবদালি
12. ইলতুতমিসের পর দাসবংশের সিংহাসনে কে বসেন?
উত্তর:-রুকন-উদ-দিন ফিরুজ
13. নীচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন : “লাখ বখ্শ” বা “Giver of Lakhs”?
উত্তর:-কুতুবউদ্দীন
14. শশাঙ্কের রাজধানীর নাম কী?
উত্তর:-কর্ণসুবর্ণ
15. চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন?
উত্তর:-জালালউদ্দিন খলজী
16. বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নীচের কোন নামটি বিশেষ স্মরণীয়?
উত্তর:-শ্রীচৈতন্য
17. নীচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ-পূজারি এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?
উত্তর:-সুরদাস
18. শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থকার কে?
উত্তর:-কৃষ্ণদাস কবিরাজ
19. এর মধ্যে কোনটি গঙ্গার শাখানদী ?
উত্তর:-পদ্মা
20. বাংলার দুঃখ (Bengal’s Sorrow) কাকে বলা হয় ?
উত্তর:-দামোদর নদ
21. কোন নদীর গতিপথে বিখ্যাত হুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?
উত্তর:-সুবর্ণরেখা
22. নীচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত ?
উত্তর:-পশ্চিমঘাট
23. কালাহারি মরুভূমি কোথায় ?
উত্তর:-দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
24. নীচের কোনটিকে বলা হয় ‘নীলনদের দান’?
উত্তর:-ইজিপ্ট
25. ‘ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়? উত্তর:-জিব্রাল্টার প্রণালী
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
- WBP কনস্টেবল রিজনিং মকটেস্ট পার্ট-04 | WBP Constable Reasoning Mock Test in Bengali Free – Eduvate Portal
Gk Questions with Answers PDF Download in Bengali
26-45 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন – উত্তর:-
26. কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয় ?
উত্তর:-নিউজিল্যান্ড
27. গ্রীনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত নীচের কোন্ নামটি ?
উত্তর:-জুলু টাইম
28. অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
উত্তর:-বাতাসের গতিবেগ
29. নীচের কোন্ অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয় (doldrums) বলা হয়?
উত্তর:-5° উঃ এবং 5° দঃ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল
30. নিজের কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান নিচের কোন্টি?
উত্তর:-66 1/2°
31. ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর:-লে
32. হাজার হ্রদের দেশ (Land of Thousand Lakes) কোন্ দেশকে বলে ?
উত্তর:-ফিনল্যান্ড
33. পঞ্চ নদীর দেশ নীচের কোনটি ?
উত্তর:-পাঞ্জাব
34. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোন্টি ?
উত্তর:-আজি
35. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোন্টি ?
উত্তর:-শুক্র
36. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোন্টি ?
উত্তর:-ট্রপোস্ফিয়ার
37. প্লেন বায়ুমণ্ডলের কোন্ স্তর দিয়ে সাধারণত ওড়ে ?
উত্তর:-স্ট্র্যাটোস্ফিয়ার
38. পরিবেশে O2, ও CO2-এর ভারসাম্য বজায় থাকে—
উত্তর:-সালোকসংশ্লেষণ ও শ্বসন দ্বারা
39. এনার্জি কারেন্সি কাকে বলে?
উত্তর:-ATP-কে
40. সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে—
উত্তর:-স্টার্চরূপে
41. সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো-এনজাইমটি হল-
উত্তর:-FAD
42. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন—
উত্তর:-বার্নেস
43. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী-
উত্তর:-ইউগ্লিনা
44. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ
উত্তর:-স্বর্ণলতা
45. আমাদের ফুসফুসের বায়ু ধারকত্ব কত?
উত্তর:-4.8 লি
GK Questions with Answers FAQs:
1.জিকে (GK) প্রশ্নোত্তর শেখা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর:- সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা (WBCS, SSC, রেলওয়ে), চাকরির ইন্টারভিউ এবং দৈনন্দিন বুদ্ধিমত্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্বব্যাপী ঘটনাবলি, ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
2.বাংলায় জিকে প্রশ্নোত্তর কোথায় পাওয়া যাবে?
উত্তর:- বাংলায় জিকে প্রশ্নোত্তর পাওয়া যাবে: www.eduvateportal.com -এ
3.প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোন জিকে টপিকস সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর:-
a.ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন
b.ভূগোল (ভারত ও বিশ্ব)
c.ভারতীয় সংবিধান ও রাজনীতি
d.আন্তর্জাতিক সংস্থা (জাতিসংঘ, বিশ্বব্যাঙ্ক)
e.পুরস্কার ও সম্মাননা (নোবেল, ভারতরত্ন)
f.সাম্প্রতিক ঘটনা (বিগত 6 মাসের)
4.জিকে প্রশ্নোত্তর মুখস্থ করার কার্যকর পদ্ধতি কী?
উত্তর:-
দৈনিক রুটিন:- দিনে 20-30 মিনিট জিকে নিয়োজিত করুন।
ক্যাটাগরিভিত্তিক শেখা: ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি আলাদা করুন।
MCQ প্র্যাকটিস: মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন।
নোট তৈরি: গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখুন ও রিভিশন দিন।
File Details : Gk Questions with Answers PDF Download 2025
Language : Bengali
No of Pages: 3
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন