প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাসের প্রশ্ন এবং উত্তর PDF (History Questions and Answers for SSC Exam) উপস্থাপন করছি | এই প্রশ্ন এবং উত্তর SSC চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
History Questions and Answers for SSC Exam PDF
1-10 SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাস প্রশ্ন ও উত্তর:-
1. বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?
উত্তর:- গৌতমীপুত্র সাতকণি
2. কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?
উত্তর:- পাল রাজবংশ
3. কোন সম্রাট নিজেকে “দ্বিতীয় আলেকজান্ডার” বলে অভিহিত করতেন ?
উত্তর:- আলাউদ্দীন খিলজী
4. ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসনব্যবস্থা গড়েছিলেন ?
উত্তর:- শেরশাহ
5. কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল – “ তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন , কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না।
উত্তর:- বাবর
6. কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে ?
উত্তর:- গোলকুন্ডা
7. ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ?
উত্তর:- বাবর
8. কোন শাসক “ পরমাঙ্ক ” উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর:- সমুদ্রগুপ্ত
9. সুলতানদের মধ্যে , দাসবংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন ?
উত্তর:- সামস-উদ্দীন ইলতুৎমিস
10. কার আক্রমণের ফলে দিল্লীর সুলতানী রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে ?
উত্তর:- তৈমুর লঙ
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
- WBP কনস্টেবল রিজনিং মকটেস্ট পার্ট-04 | WBP Constable Reasoning Mock Test in Bengali Free – Eduvate Portal
Indian History Questions and Answers for SSC Exam 2025
11-20 SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ইতিহাস প্রশ্ন ও উত্তর:-
11. মোহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে ?
উত্তর:- দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য
12. ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ?
উত্তর:- মাদ্রাজ , কেরল ও মহীশূরের বিরাট অংশ
13. ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবচেয়ে বেশী প্রতিরোধ পেয়েছে ?
উত্তর:- মারাঠা
14. কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন ?
উত্তর:- আকবর
15. সম্রাট হুমায়ুন দিল্লিতে “ দিনপানাহ ” নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন । সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর:- পুরানা কেল্লা
16. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল ?
উত্তর:- উজ্জয়িনী
17. জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ?
উত্তর:- ঋষভনাথ
18. পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নীচের কোন রাজা বিখ্যাত ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য
19. পাথরকেটে ইলোরার বিখ্যাত কৈলাশ মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল ?
উত্তর:- রাষ্ট্রকূট
20. প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নীচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় ?
উত্তর:- হর্ষবর্ধন
File Details : History Questions and Answers for SSC Exam PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |