প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF (Indian Constitution Gk PDF in Bengali) উপস্থাপন করছি | এই ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন|
Indian Constitution Gk PDF in Bengali Free
1-10 গুরুত্বপূর্ণ ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
1.ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে?
উত্তরঃ 2 নং অংশে
2. কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
উত্তরঃ 86 তম
3. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ডঃ আম্বেদকর
4. কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ?
উত্তরঃ 14 বছর
5. পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে
উত্তরঃ ভূমিরাজস্ব
6. ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন
উত্তরঃ লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা
7. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ
উত্তরঃ ছয় বছর
8. ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি
উত্তরঃ বৈধ বা আইনি অধিকার
9. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে ?
উত্তরঃ Seventh Schedule
10. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে ?
উত্তরঃ 61তম সংশোধনী
- ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF-01 | Indian Constitution Gk PDF in Bengali [ free ] – Eduvate Portal
- SSC জিডি জিআই মক টেস্ট পর্ব-06 [ Free]| SSC Gd GI Mock Test Bengali Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য ভারতীয় ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-01 [ free] | Indian Geography Questions for Competitive Exams – Eduvate Portal
- WBP কনস্টেবল গণিত মক টেস্ট পার্ট-06 [ Free ] | WBP Constable Math Mock Test – Eduvate Portal
- আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF [ Free ] Part-01 | Modern Indian History in Bengali – Eduvate Portal
Indian Constitution Gk PDF in Bengali Free 2025
11-20 চাকরির পরীক্ষার জন্য ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
11. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ?
উত্তরঃ অর্থ কমিশন
12. ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়—
উত্তরঃ14 বছরের কম
13. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়
উত্তরঃ যৌথ তালিকা
14. লোকসভার স্পিকার—
উত্তরঃ দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন
15. ভারতীয় সংবিধান গৃহিত হয়
উত্তরঃ নভেম্বর 26, 1949
16. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়
উত্তরঃ 1955 সালে
17. Welfare State’ -এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় ?
উত্তরঃ রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে
18. PCA শব্দসংক্ষেপটি কী মূল শব্দ বোঝায় ?
উত্তরঃ Prompt Corrective Action
19. সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন, যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল :
উত্তরঃ 26th January, 1950
20. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন
উত্তরঃ ভারতের উপ-রাষ্ট্রপতি
Indian Constitution Gk PDF in Bengali 2025
21-25 চাকরির পরীক্ষার জন্য ভারতের সংবিধান প্রশ্ন ও উওর:-
21. কোন রাজ্যে District Judge যুক্ত হন
উত্তরঃ Governor দ্বারা
22. নিম্নলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের
23. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার
উত্তরঃ তিনস্তর
24. 123 তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
উত্তরঃ ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন
25. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে ?
উত্তরঃ 154
File Details : Indian Constitution Gk PDF in Bengali Download
Language : Bengali
No of Pages: 02
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন |



![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)

