প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ভারতীয় ভূগোল প্রশ্ন ও উত্তর PDF (Indian Geography Notes PDF) উপস্থাপন করছি | এই Indian Geography প্রশ্ন -উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
Indian Geography Notes PDF in Bengali
1-10 গুরুত্বপূর্ণ ভারতীয় ভূগোল প্রশ্ন-উত্তর:-
1.সৌরজগতের কোন্ দুটি গ্রহের কোন উপগ্রহ নেই ?
উত্তর:- শুক্র ও বুধ
2. যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত, সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী?
উত্তর:-হাইড্রোজেন
3. মিশরের দুটি শহরের ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনকোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
উত্তর:- ইরাসথেনিস
4. নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে?
উত্তর:- চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ
5. নীচের কোন্টির চারদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায় ?
উত্তর:- সূর্য
6. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় ?
উত্তর:- 76 বছর
7. নিজের মেরুরেখার চারদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক। সেই গ্রহটির নাম কি?
উত্তর:- মঙ্গল
8. নিচের কোন্ গ্রহটিতে সূর্য পশ্চিমদিকে উদয় হয় আর পূর্বদিকে অস্ত যায়?
উত্তর:- শুক্র
9. নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী প্রতি মিনিটে কত কিলােমিটার পরিক্রমণ করে?
উত্তর:- 1600-এর বেশী
10. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায় ? উত্তর:- প্রায় 1°
- WBCS-এর জন্য ভারতীয় অর্থনীতি PDF ( Free )-03 | Indian Economy for WBCS in Bengali PDF – Eduvate Portal
- WBP কনস্টেবলের জন্য গণিত মক টেস্ট পার্ট-07 [ Free ] | Math Mock Test for WBP Constable – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF (Free)ডাউনলোড করুন-02 | Indian Economy in Bengali PDF Download – Eduvate Portal
- WBSSC গ্রুপ সি এবং ডি রিজনিং মক টেস্ট – 01 ( Free ) | WBSSC Group C & D Reasoning Mock Test – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করুন-01 | Economics Questions and Answers pdf free Download – Eduvate Portal
Indian Geography Notes PDF 2025
11-20 গুরুত্বপূর্ণ ভারতীয় ভূগোল প্রশ্ন-উত্তর:-
11. পৃথিবীর কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
উত্তর:- নিরক্ষরেখা
12. অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারত মহাসাগরে বেশী ঘটে?
উত্তর:- সাইক্লোন
13. যখন বৃষ্টি হয়, তখন বামণ্ডলে আপেক্ষিক আদ্রতা কত হয়?
উত্তর:- 100%
14. ইউরপীয় দেশগুলির মধ্যে কোথায় ২০০-এরও বেশী আগ্নেয়গিরি আছে, সেগুলির মধ্যে অনেকগুলিই এখনও সক্রিয় ?
উত্তর:- আইসল্যাণ্ড
15. আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পরে পরেই নিচের কোনটি সাধারণত ঘটে থাকে?
উত্তর:- ভূমিকম্প
16. ‘সুনামি’ কি?
উত্তর:- সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ
17. সমুদ্রের এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত?
উত্তর:- 35 গ্রাম
18. ‘মাসাই’ কাদের বলা হয়?
উত্তর:- কেনিয়ার যাযাবর উপজাতি
19. ‘কিরঘিজ’ কোথায় বাস করে?
উত্তর:- পশ্চিম-মধ্য এশিয়া
20. ‘জুলু’ কি?
উত্তর:- দঃ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী
File Details : Indian Geography Notes PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন
![Important Gk Questions [Free PDF] Part-1 Important Gk Questions [Free PDF]](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/07/IMP-gk-F.webp?resize=150%2C150&ssl=1)



![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)
