কলকাতা পুলিশ রিজনিং মক টেস্ট পর্ব-06 [ Free ] | KP Reasoning Mock Test in Bengali – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কলকাতা পুলিশ রিজনিং মক টেস্ট পর্ব-06 [ Free ] (KP Reasoning Mock Test) উপস্থাপন করছি | এই মক টেস্ট কলকাতা পুলিশ পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ | এখনই মক টেস্ট শুরু করুন-

KP Constable Reasoning Mock Test Part-06

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাকলকাতা পুলিশ
পর্ব06
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

KP Constable Reasoning Mock Test Part-06

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. নিম্নলিখিত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন বিবৃতি

  1. পেট্রোলের অভ্যন্তরীণ দাম হ্রাস পেয়েছে।
  2. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে।

2 / 25

2. এই সিরিজের অনুপস্থিত (?) পদটি নির্বাচন করুন: 1, 1, 8, 4, 27, 9, ?, 16,

3 / 25

3. একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, PROMOTION কে লেখা হয় 365458957, তাহলে ওই একই সাংকেতিক ভাষায় MONITOR কে কি লেখা হবে?

4 / 25

4. নিম্নের মত একই সম্পর্কযুক্ত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। Produce: Build:: Contrast: ?

5 / 25

5. যদি EFMI শব্দটির অর্থ DELHI হয়, তবে IQBOS শব্দটিকে ডিকোড করলে প্রাপ্ত শব্দটির শেষ অক্ষর কোনটি হবে?

6 / 25

6. যদি OWL. 50 এবং N 14, তাহলে TIME কত হবে?

7 / 25

7. প্রদত্ত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন

বিবৃতি:

  1. সব শিক্ষক রেগে যান।
  2. কিছু সংখ্যক শিক্ষক দুঃখী।

8 / 25

8. যদি @ এর অর্থ +, # এর অর্থ -,$ এর অর্থ x এবং * এর অর্থ ÷, তাহলে 16 @4$5# 72*8 = কত?

9 / 25

9. যদি ‘you are john’ কে লেখা হয় ‘net let far’, ‘who are you’ কে ¡let wet net; এবং ‘john is good’ কে ‘get set far’, তাহলে কোন শব্দটি ‘is’ কে নির্দেশ করছে?

10 / 25

10. সাগরের দুটি মেয়ে রয়েছে লতা এবং আশা। আশার একমাত্র কাকিমার ছেলের ঠাকুরদা হল অনিকেত। সাগর অনিকেতের স্ত্রীয়ের সাথে কিভাবে সম্পর্কিত?

11 / 25

11. তার বাড়ি থেকে যাত্রা শুরু করে একজন মহিলা দক্ষিণ দিকে 15 কিমি গেলেন। তিনি ডানদিকে ঘুরে আবার 35 কিমি হাঁটলেন। এরপরে আবার তিনি তার ডানদিকে ঘুরে 15 কিমি হাঁটলেন। এরপর তিনি বামদিকে ঘুরে 5 কিমি হাঁটলেন। তার বাড়ি থেকে তিনি কত দূরে রয়েছেন?

12 / 25

12. যদি PIXIE হয় OHXHD তাহলে ELEANOR হবে-

13 / 25

13. অগোছালো শব্দগুলিকে একটি অর্থপূর্ণক্রমে সাজান এবং তারপর অন্যগুলির সাথে অসাদৃশ্যপূর্ণ বিকল্পটি নির্বাচন করুন

14 / 25

14. প্রদি ‘+’ এর অর্থ ‘গুণ’ ‘-‘ এর অর্থ ভাগ’, ‘x’ এর অর্থ বিয়োগ এবং’ ‘÷’ এর অর্থ ‘যোগ’, হয় তাহলে 9 + 8 ÷ 8 – 4 × 9 হবে

15 / 25

15. সাতজন শিক্ষার্থী J, K, L, M, N, O এবং P একটি সারিতে এলমেলক্রমে

বামদিক থেকে ডানদিকে দাড়িয়ে আছে-

  1. P, O, K এবং N কোনো প্রান্তে দাড়িয়ে নেই।
  2. L, P এর ঠিক বামদিকে এবং O এর ঠিক ডানদিকে দাড়িয়ে আছে।
  3. M মাঝে নেই।
  4. K, N এর ঠিক ডানদিকে এবং L এর ঠিক বামদিকে দাড়িয়ে আছে।

কে সারির ঠিক মাঝে রয়েছে?

16 / 25

16. একটি বিবৃতিকে অনুসরণ করে কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

বিবৃতি: গ্রাহক পরিষেবা প্রয়োগ করা যায় না। এটি ভেতর থেকে আসতে হয়।

সিদ্ধান্ত:

  1. গ্রাহক পরিষেবা স্বেচ্ছাধীন হওয়া উচিত।
  2. কর্মচারীরা গ্রাহকদের পরিষেবা প্রদান করে না।

প্রদত্ত বিবৃতি থেকে কোন সিদ্ধান্তগুলি যুক্তিযুক্তভাবে অনুসরণ কর যাচ্ছে তা নির্বাচন করুন।

17 / 25

17. 9 : 27 :: ……… : ………..

18 / 25

18. যদি E = 5, GUN = 42 এবং ROSE = 57, তাহলে GATE এর মান কত হবে?

19 / 25

19. সাতজন শিক্ষার্থী J, K, L, M, N, O এবং P একটি সারিতে এলমেলক্রমে

বামদিক থেকে ডানদিকে দাড়িয়ে আছে-

  1. P, O, K এবং N কোনো প্রান্তে দাড়িয়ে নেই।
  2. L, P এর ঠিক বামদিকে এবং O এর ঠিক ডানদিকে দাড়িয়ে আছে।
  3. M মাঝে নেই।
  4. K, N এর ঠিক ডানদিকে এবং L এর ঠিক বামদিকে দাড়িয়ে আছে।

কে সারিটির বামদিক থেকে পঞ্চম স্থানে রয়েছে?

20 / 25

20. সাতজন শিক্ষার্থী J, K, L, M, N, O এবং P একটি সারিতে এলমেলক্রমে

বামদিক থেকে ডানদিকে দাড়িয়ে আছে-

  1. P, O, K এবং N কোনো প্রান্তে দাড়িয়ে নেই।
  2. L, P এর ঠিক বামদিকে এবং O এর ঠিক ডানদিকে দাড়িয়ে আছে।
  3. M মাঝে নেই।
  4. K, N এর ঠিক ডানদিকে এবং L এর ঠিক বামদিকে দাড়িয়ে আছে।

কে O এর ঠিক বামদিকে রয়েছে?

21 / 25

21. Y হল R এর মায়ের শাশুড়ির একমাত্র মেয়ে এবং Q এর স্ত্রী। তাহলে Q কিভাবে R এর সাথে সম্পর্কিত?

22 / 25

22. BDACE, GIFHJ, ?, QSPRT…….

23 / 25

23. নিম্নের তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন।

  •  ‘A+G’ এর অর্থ ‘A হল G এর মা’
  • ‘A+ G’ এর অর্থ ‘A হল G এর মেয়ে’
  • ‘A-G’ এর অর্থ ‘A হল G এর স্বামী’
  • ‘A x G’ এর অর্থ ‘A হল G এর মাসি’

যদি L + MN হয় তাহলে L, N এর সাথে কিভাবে সম্পর্কিত?

24 / 25

24. Savage: Civilized: ……..

25 / 25

25. গাণিতিক চিহ্নগুলিতে ‘×’ এর অর্থ A. ‘+’ এর অর্থ R, ‘÷’ এর অর্থ E. এবং ‘-‘ এর অর্থ B. তাহলে  24B6E2A9R17 এর মান কত হবে নির্ণয় করুন।

Your score is

The average score is 57%

0%



কলকাতা পুলিশ রিজনিং মক টেস্ট | KP Reasoning Mock Test 2026

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় সাফল্য লাভের জন্য রিজনিং মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। রিজনিং মক টেস্ট-র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

WBP Mock Test Bengali Part-01 | পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment