RRB Group D 2025 মক টেস্ট [গণিত] পর্ব-01 | RRB Group D 2025 Mock Test Free [Math]- Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা RRB Group D 2025 মক টেস্ট [গণিত] পর্ব-01 (RRB Group D 2025 Mock Test Free [Math]) উপস্থাপন করছি | সরকারি চাকরির পরীক্ষা RRB Group D 2025 পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ | শীঘ্রই RRB Group D 2025 গণিত মক টেস্ট শুরু করুন-

RRB Group D 2025 Mock Test [Math] Part-01

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাRRB Group D 2025
পর্ব01
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

RRB Group D 2025 Mock Test [Math] Part-01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. 35 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার।

2 / 25

2. 12 টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করলে গড় বয়স 1 কম যায়। নতুন ছেলেটির বয়স কত?

3 / 25

3. একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে?

4 / 25

4. কত টাকার 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা?

5 / 25

5. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে?

6 / 25

6. রবি 60 টি দ্রব্য কিনল প্রতিটির 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করল। প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য কত হলে সে 20% লাভ করবে?

7 / 25

7. একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গসেমি, ও তার ভূমি ও উচ্চতার অনুপাত 3 : 4 হলে, ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি?

8 / 25

8. যদি একজোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা তবে প্রতিটি দ্রব্যের বাজারমূল্য কত?

9 / 25

9. কোনও ঘনকের আয়তন 512 ঘনসেমি হলে, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গসেমি?

10 / 25

10. প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে, জলমিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে?

11 / 25

11. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7 : 3, ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3 : 1 হয়। পাত্রে জলের পরিমাণ কত লিটার?

12 / 25

12. একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1 : 2 : 4। বাক্সে মোট 393 টাকা আছে। মুদ্রার সংখ্যা নির্ণয় করো।

13 / 25

13. এক ব্যক্তি 400 টি আমের ক্রয়মূল্যে সমান 320 টি আম বিক্রয় করেন। লাভের শতকরা হার কত?

14 / 25

14. বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং একই সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে?

15 / 25

15. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেণ্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারদিকে 1 সেণ্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত?

16 / 25

16. এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500 টি জিনিস বিক্রয় করে। শেষ 6 দিনে গড়ে 1506 টি জিনিস বিক্রয় করে। প্রথমদিন কত জিনিস বিক্রয় হয়েছিল?

17 / 25

17. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত?

18 / 25

18. একটি কাঠের দণ্ড পড় 2 : 3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। পরে পুনরায় ছোট দণ্ডটি 4 : 5 অনুপাতে ভাগ হয়। তিনটি খণ্ডের অনুপাত -

19 / 25

19. কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6 টি বাক্সের বিক্রয়মূল্যের ক্ষতি হয়, যদি মোট বিক্রয়মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রয়মূল্য কত টাকা?

20 / 25

20. যদি কোনও সংখ্যার তিন-সপ্তমাংশের দুই-পঞ্চমাংশ হয় 198। সংখ্যাটি কত?

21 / 25

21. 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে?

22 / 25

22. A বছরের শুরুতে 18000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 24000 টাকা নিয়ে এই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল?

23 / 25

23. 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 20 টাকা, আসলের পরিমাণ কত?

24 / 25

24. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো

25 / 25

25. একটি 200 মিটার ট্রেন একটি সিগনাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত?

Your score is

The average score is 31%

0%



RRB Group D 2025 মক টেস্ট | RRB Group D 2025 Mock Test in Bengali

RRB Group D 2025 পরীক্ষায় সাফল্য লাভের জন্য RRB Group D 2025 গণিত মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে গণিত মক টেস্ট-র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতি আজই শুরু করুন ।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment