প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC জিডি 2025 জিকে প্রশ্ন ও উত্তর (SSC GD 2025 Gk Questions) উপস্থাপন করছি | এই জিকে প্রশ্ন এবং উত্তর SSC জিডি 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
SSC GD 2025 Gk Questions PDF Download in Bengali
1-10 SSC জিডি 2025 পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর:-
1. বিনয় বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তর:- চট্টগ্রাম
2. বিনয় বসু মেট্রিক পরীক্ষায় পাশ করার পর কোন স্কুলে ভর্তি হয়েছিলেন ?
উত্তর:- মিটফোর্ড মেডিকেল স্কুল
3. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর:- নরওয়ে
4. পোপের শহর বলা হয় ?
উত্তর:- রোম
5. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর:- হরিষেণ
6. “ মহাভারত ” অন্য কি নামেও পরিচিত ?
উত্তর:- জয়ানামা ইতিহাস
7. এক বাঙ্গালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন কে ?
উত্তর:- শীলভদ্র
8. প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নীচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল ?
উত্তর:- মহাযান বৌদ্ধধর্ম
9. নীচের কোন মহিলা মোগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ?
উত্তর:- গুলবদন বেগম
10. মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ? উত্তর:- নামদেব
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
SSC GD 2025 Gk Questions PDF Download Free
11-20 SSC জিডি 2025 পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর:-
11. প্রাচীন ভারতের ইতিহাসে “ রত্নাকর ” ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ?
উত্তর:- ভারতমহাসাগর
12. নীচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ?
উত্তর:- বলবন
13. সোলাঙ্কিরা নীচের কোন অঞ্চলের শাসক ছিলেন ?
উত্তর:- গুজরাত
14. দাসবংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল ?
উত্তর: খলজী
15. মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?
উত্তর:- ইলতুৎমিস
16. পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা 700 খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ?
উত্তর:- তক্ষশীলা
17. গৌতম বুদ্ধ কোথায় মারা যান ?
উত্তর:- কুশীনগর
18. কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত
19. কে “ দহশালা বন্দোবস্ত ” প্রবর্তন করেন ?
উত্তর:- আকবর
20. কে দিল্লীর মসনদে শেষ সুলতান ছিলেন ? উত্তর:- ইব্রাহিম লোদি
File Details : SSC GD 2025 Gk Questions PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |