প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC GD কনস্টেবল জিকে প্রশ্ন ও উত্তর PDF (SSC Gd Constable Gk Questions and Answers PDF) উপস্থাপন করছি | এই জিকে প্রশ্ন এবং উত্তর SSC GD কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
SSC Gd Constable Gk Questions and Answers in Bengali
SSC GD কনস্টেবল পরীক্ষার জন্য জিকে বিজ্ঞান প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন: অশ্রুতে কোন জীবাণুনাশক থাকে?
উত্তর: লাইসোজিম (Lysozyme)
প্রশ্ন: জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহণ করতে পারি?
উত্তর: তেতো
প্রশ্ন: কোন মৌলটিকে ‘Quick Silver’ বলা হয়?
উত্তর: পারদ
প্রশ্ন: কোষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলে?
উত্তর: সাইটোলজি (Cytology)
প্রশ্ন: দুটি আধানের মধ্যে দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে?
উত্তর:চার গুণ হবে বা বলের এক চতুর্থাংশ হবে)
প্রশ্ন: দুটি সমতল দর্পণ পরস্পর 30° কোণে থাকলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে?
উত্তর: 11টি (সূত্র: (360/θ) – 1)
প্রশ্ন: ভূপৃষ্ঠের বিকিরণ মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
উত্তর: পাইরজিওমিটার (Pyrgeometer)
- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF Free | Latest General Knowledge Questions and Answers 2025 – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal
- RRB Group D 2025 স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করুন | RRB Group D Study Material Free – Eduvate Portal
- চাকরির পরীক্ষার জন্য বৃত্ত প্র্যাকটিস টেস্ট পার্ট-01 Free | Unit Circle Practice Test – Eduvate Portal
- স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে PDF ডাউনলোড করুন | WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free – Eduvate Portal
SSC Gd Constable Gk Questions and Answers PDF Free
SSC GD কনস্টেবল পরীক্ষার জন্য জিকে ভারতীয় ভূগোল প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন: ভারতের কোথায় ‘সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট’ (কেন্দ্রীয় ধান গবেষণাকেন্দ্র) অবস্থিত?
উত্তর: কটক, ওড়িশা
প্রশ্ন: ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি?
উত্তর: কলকাতা হাইকোর্ট
প্রশ্ন: গরবা নাচ কোন রাজ্যের?
উত্তর: গুজরাট
প্রশ্ন: অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত?
উত্তর: রুদ্রপ্রয়াগ
প্রশ্ন: অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত?
উত্তর: দেবপ্রয়াগ
SSC GD কনস্টেবল পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন: ‘জ্যাব’ শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: বক্সিং
প্রশ্ন: কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে?
উত্তর: সুইডেন (শুধুমাত্র শান্তি পুরস্কার প্রদান করে নরওয়ে)
প্রশ্ন: বিখ্যাত হিন্দি নাটক ‘নীলা চাঁদ’ এর রচয়িতা কে?
উত্তর: শিবপ্রসাদ সিং
File Details : SSC Gd Constable Gk Questions and Answers PDF Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে STUDY MATERIALS সামগ্রী পেতে আমাদের WEBSITE VISIT করুন |