SSC জিডি গণিত মক টেস্ট পর্ব-03 | SSC Gd Math Mock Test in Bengali Free – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  SSC জিডি গণিত মক টেস্ট পর্ব-03 (SSC Gd Math Mock Test in Bengali)  উপস্থাপন করছি | সরকারি চাকরির পরীক্ষা SSC জিডি পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ |  শীঘ্রই SSC জিডি গণিত মক টেস্ট শুরু করুন-

SSC Gd Math Mock Test in Bengali Part-03

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাএসএসসি জিডি কনস্টেবল
পর্ব03
প্রশ্নের সংখ্যা25
সময়30 মিনিট

SSC Gd Math Mock Test in Bengali Part-03

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 25

1. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য 23 মিটার। যদি সেটির পরিসীমা হয় 206 মিটার, তবে সেটির ক্ষেত্রফল হবে?

2 / 25

2. কোনো একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 70 সেমি, চাকাটি 5 সেকেন্ডে 10 বার ঘুরলে গাড়ির গতিবেগ-

3 / 25

3. 144 কিমি/ঘন্টা গতিবেগে একটি 100 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোল অতিক্রম করতে কত সময় নেবে?

4 / 25

4. একটি পাঠাগারে 40% বই ইংরেজিতে, বাকি বইয়ের 40% হিন্দিতে এবং অবশিষ্ট বই বাংলাতে রয়েছে। 4800 টি বই হিন্দি হলে, পাঠাগারে মোট বইয়ের সংখ্যা কত?

5 / 25

5. একটি মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে ওই দুটির অনুপাত 5:4। এই দুটি মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণটিতে তরল দুটির অনুপাত হবে 11:13?

6 / 25

6. দুটি সংখ্যার গ.সা.গু 8 এবং ল.সা.গু 48। একটি সংখ্যা 16 হলে, অপর সংখ্যাটি কত?

7 / 25

7. একটি দ্রব্যের ক্রয়মূল্য 1200 টাকা, যদি সেটি 1000 টাকায় বিক্রি করা হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত?

8 / 25

8. একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে, সংখ্যাটি মোটৱ ওপর কত % বাড়বে?

9 / 25

9. 200 মিটার দৌড় প্রতিযোগিতায় A, B-কে 10 মিটারে এবং B, C-কে 20 মিটারে পরাজিত করে। সমদূরত্বের প্রতিযোগিতায় A, C-কে কত মিটারে পরাজিত করবে?

10 / 25

10. 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% সরল সুদে ধার দেওয়া হল। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ 300 টাকা হয়, তবে কী অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল?

11 / 25

11. চালের দাম 20% হ্রাস পাওয়ার পর এক ব্যক্তি 77 টাকায় 3.5 kg বেশি চাল ক্রয় করতে পারে, প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত?

12 / 25

12. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরের সুদ-আসল কত হবে?

13 / 25

13. একটি মোটরগাড়ির 5 কিমি পেছনে সেহনাজ একটি জিপ ড্রাইভমান, যদি গাড়ির গতিবেগ যথাক্রমে 75 কিমি/ঘন্টা এবং 90 কিমি/ঘন্টা হয়, তবে কত সময়ে জিপ মোটরগাড়িটিকে অতিক্রম করবে?

14 / 25

14. A নল, B নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। B নল 16 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করে, একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে?

15 / 25

15. 1600 টাকার 2 বছর 3 মাসের সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত?

16 / 25

16. রিতু একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করেছে, সে যদি 30% লাভ করতে চায়, তবে সে সেটি কত বিক্রি করবে?

17 / 25

17. একটি খাদ্যগুদামে 1600 জনের 60 দিনের খাদ্য মজুত ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্যে বাকি লোকজনের কত দিন চলবে?

18 / 25

18. কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, সংখ্যাটি হল—

19 / 25

19. P এবং Q একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। মোট লাভের 10% বৃদ্ধাশ্রমের দানের পর বাকি লাভের 5400 টাকা লভ্যাংশ হিসেবে পায়, মোট লাভ কত টাকা?

20 / 25

20. কোন চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে 25/16 গুণ হবে?

21 / 25

21. একটি নৌকা স্থির জলে 13 কিমি/ঘন্টা বেগে চলতে পারে। যদি স্রোতের গতি 4 কিমি/ঘন্টা হয়, তাহলে নৌকাটি স্রোতের অনুকুলে 68 কিমি যেতে কত সময় নেয় তা নির্ণয় করুন।

22 / 25

22. 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে নির্মাণ করতে পারে, যদি সেই কাজটি 1/2 দিনে সম্পন্ন করতে হয়, তবে লোক দরকার?

23 / 25

23. প্রিয়া কলেজে মাইনে দিল 89,745 টাকা, নিজের জন্য খরচ করল 51,291 টাকা, মোট মূল্যের আরও 27% যদি তার কাছে পড়ে থাকে তবে মোট মূল্যের পরিমাণ -

24 / 25

24. দুটি সংখ্যার গুণফল 120 এবং তাদের বর্গের সমষ্টি 289 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

25 / 25

25. A, B এবং C একটি ব্যবসা শুরু করে, A এবং B যথাক্রমে 2560 এবং 2000 টাকা বিনিয়োগ করে, এবং এক বছর বাদে ব্যবসায়ে 1105 টাকা মুনাফা হয়। A যদি তার মুনাফার ভাগ রূপে 320 টাকা পায়, তবে C কত টাকা বিনিয়োগ করেছিল?

Your score is

The average score is 47%

0%



SSC জিডি গণিত মক টেস্ট পর্ব-03 | Online SSC Gd Math Mock Test 2026

SSC GD Constable পরীক্ষায় সাফল্য লাভের জন্য SSC জিডি গণিত মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে গণিত মক টেস্ট-র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতি আজই শুরু করুন ।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment