প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা SSC MTS স্টাডি ম্যাটেরিয়ালস PDF (SSC MTS Study Materials PDF) উপস্থাপন করছি | এই প্রশ্ন এবং উত্তর PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
SSC MTS Study Materials PDF in Bengali
1-10 স্টাডি ম্যাটেরিয়ালস প্রশ্ন এবং উত্তর:-
1. সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- মহারাজ রঞ্জিত সিংহ
2. আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল?
উত্তর:- হুমায়ুন
3. কোন্ দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?
উত্তর:- পারস্য
4. নীচের কোন মুঘল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন?
উত্তর:- জাহাঙ্গীর
5. মুঘল সম্রাটদের মধ্যে কার মনভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল?
উত্তর:- আকবর
6. কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
উত্তর:- শাহজাহান
7. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মােগল সম্রাট জমি বন্টন করেছিলেন?
উত্তর:- আকবর
8. কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?
উত্তর:- শাহজাহান
9. মুঘল যুগে গ্রামগুলির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?
উত্তর:- মুকাদ্দম
10. নীচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নি?
উত্তর:- প্রতিহার
- WBCS-এর জন্য ভারতীয় অর্থনীতি PDF ( Free )-03 | Indian Economy for WBCS in Bengali PDF – Eduvate Portal
- WBP কনস্টেবলের জন্য গণিত মক টেস্ট পার্ট-07 [ Free ] | Math Mock Test for WBP Constable – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF (Free)ডাউনলোড করুন-02 | Indian Economy in Bengali PDF Download – Eduvate Portal
- WBSSC গ্রুপ সি এবং ডি রিজনিং মক টেস্ট – 01 ( Free ) | WBSSC Group C & D Reasoning Mock Test – Eduvate Portal
- অর্থনীতির প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করুন-01 | Economics Questions and Answers pdf free Download – Eduvate Portal
SSC MTS Study Materials PDF Download 2025
11-20 স্টাডি ম্যাটেরিয়ালস প্রশ্ন এবং উত্তর:-
11. নীচের কোন সম্রাটকে “জিন্দা পীর” আখ্যা দেওয়া হয়েছে ?
উত্তর:- ঔরঙ্গজেব
12. নীচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মুঘল যুগে কোনটি ছিল-
উত্তর:- সুরাট
13. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- আকবর
14. মহারাজ রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- লাহোর
15. মুঘল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল?
উত্তর:- বখশি
16. পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন। কোন্ অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন ?
উত্তর:- পাঞ্জাব
17. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- বাবর
18. দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন?
উত্তর:- বৈরাম খাঁ
19. মুঘল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হত?
উত্তর:- ফার্সি
20. নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মুঘল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন। কোন দুই সম্রাট?
উত্তর:- বাবর ও জাহাঙ্গীর
File Details : SSC MTS Study Materials PDF Free Download
Language : Bengali
No of Pages: 2
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন


![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)


