স্ট্যাটিক জিকে PDF ডাউনলোড করুন 2025 | Static Gk in Bengali PDF Download

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  Static Gk in Bengali PDF উপস্থাপন করছি | এই  Static GK প্রশ্ন ও উত্তর সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ | PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |

Static Gk in Bengali PDF Download | স্ট্যাটিক জিকে

1-10 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর:-

1. ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল আছে ?
উত্তর:-  12 টি 
2. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর:-  1919 খ্রিঃ 
3. ওজোন স্তরের ছিদ্রের কারণ __?
উত্তর:-  CFC 
4. বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ?
উত্তর:-  5 অক্টোবর 
5. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
উত্তর:-  রাজেন্দ্র প্রসাদ 
6. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:-  দেবেন্দ্রনাথ ঠাকুর 
7. ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি ?
উত্তর:-  ডুংরি লা পাস 
8. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তর:-  6 টি 
9. বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:-  পশ্চিমবঙ্গ 
10. গান্ধীজী ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন ?
উত্তর:-  সবরমতী আশ্রম 



Static Gk in Bengali PDF Download 2025 | স্ট্যাটিক জিকে PDF

11-20 স্ট্যাটিক জিকে প্রশ্ন ও উত্তর:-

11. “Women’s equality day”— কবে পালন করা হয় ?
উত্তর:-  26 আগস্ট 
12. অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ?
উত্তর:-  1998 সালে 
13. কোন গাছ আংশিক পরজীবী নামে চিহ্নিত ?
উত্তর:-  চন্দন গাছ 
14. বুদ্ধচরিত কে রচনা করেন ?
উত্তর:- অশ্বঘোষ 
15. বিনয় বসু পিতার নাম কি ছিল ?
উত্তর:-  রেবতী মোহন বসু 
16. পঞ্চশীল নীতির প্রবক্তা কে ?
উত্তর:-  জহরলাল নেহেরু 
17. বিনয় বসু কত সালে মারা যান ?
উত্তর:-  1930 সালে 
18. পুলিশের হাত থেকে বাঁচতে বিনয় কলকাতা শহরে কার সাহায্যে পালিয়ে আসেন ?
উত্তর:-  সুপতি রায় 
19. 1928 সালে বিনয় ও তার সহযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দেন ?
উত্তর:-  বেঙ্গল ভলান্টিয়ার্স 
20. পুলিশ বিনয় বসু কে ধরিয়ে দেওয়ার জন্য কত টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন ?
উত্তর:- 5000 রূপি  


File Details : Static Gk in Bengali PDF Download Free

Language   : Bengali

No of Pages: 2

Click Here : TO DOWNLOAD

বিনামূল্যে STUDY MATERIALS  সামগ্রী পেতে  আমাদের WEBSITE VISIT করুন |


Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment