স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি মক টেস্ট 2025 পর্ব-01 | WBSSC Group C Mock Test Free 2025 in Bengali – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি  মক টেস্ট 2025 (WBSSC Group C Mock Test) উপস্থাপন করছি | এই মক টেস্ট  স্কুল সার্ভিস গ্রুপ সি 2025 পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ | এখনই স্কুল সার্ভিস গ্রুপ সি মক টেস্ট শুরু করুন-

স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি  মক টেস্ট 2025 | WBSSC Group C Mock Test 2025

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাস্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি
পর্ব01
প্রশ্নের সংখ্যা60
সময়60 মিনিট

WBSSC Group C Mock Test Part -01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 60

1. কোন সামাজিক নেটওয়ার্ক প্রথম "গল্প" ব্যবহার করেছিল?

2 / 60

2. এই কোন শাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়?

3 / 60

3. 2 টাকায় 3 টি কলম কিনে 3 টাকায় 2 টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত?

4 / 60

4. ‘I have seen the man.’ Here ‘have’ is used as –

5 / 60

5. 10 টাকায় 9 টি কলম কিনে 2 ডজন কলম কত টাকায় বিক্রয় করলে তার 50% লাভ হবে?

6 / 60

6. A এর 2 দিনের কাজ, B এর 3 দিনের কাজের সমান। A যদি কাজটি 8 দিনে করে, B সেই কাজটি কত দিনে করবে?

7 / 60

7. মোনালিসা কোন শতাব্দীতে আঁকা হয়েছিল?

8 / 60

8. যুদ্ধ ও শান্তি উপন্যাসটি কে লিখেছেন?

9 / 60

9. ​​কোন রাসায়নিক উপাদানকে "Cu" বলা হয়?

10 / 60

10. Find out the correct spelling.

11 / 60

11. সম্প্রতি, দশম আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় আয়োজন করা হয়েছে?

12 / 60

12. চেরনোবিল পারমাণবিক বিপর্যয় কোন দেশে সংঘটিত হয়েছিল?

13 / 60

13. লাতিন ভাষায় Carpe Diem এর অর্থ কি?

14 / 60

14. রামন উৎসব কোন রাজ্যে পালিত হয়?

15 / 60

15. আয়ুষ্মান ভারত দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়?

16 / 60

16. ‘Ingenious’ means –

17 / 60

17. যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোককে শক্তিতে রূপান্তরিত করে তার নাম কি?

18 / 60

18. সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত?

19 / 60

19. প্রথম আফগান যুদ্ধ সংঘটিত হয়

20 / 60

20. He ____ the country.

21 / 60

21. 2025 সালের মে মাসে কোন ব্যাডমিন্টন খেলোয়াড়রা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন?

22 / 60

22. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

23 / 60

23. Which is not the Synonym of ‘Abstinence’?

24 / 60

24. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

25 / 60

25. মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?

26 / 60

26. বছরের শুরুতে A 4500 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর B 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়?

27 / 60

27. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

28 / 60

28. পরীক্ষায় পাশ নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত?

29 / 60

29. ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ডেটা সেন্টার পার্ক কোন রাজ্যে অবস্থিত?

30 / 60

30. Vice must end ____ misery.

31 / 60

31. Choose the Plural form of ‘Phenomenon’

32 / 60

32. মহাকাশে প্রথম মানুষ পাঠানো হয় কত সালে?

33 / 60

33. The correct Masculine Gender of ‘Ewe’

34 / 60

34. ‘Who is habitually or often drunk; is called –

35 / 60

35. জাতিসংঘ (UN) কত সালে প্রতিষ্ঠিত হয়?

36 / 60

36. Choose the correctly spelt word

37 / 60

37. সাহেবের আয় সুজনের আয় থেকে 30% বেশি হলে, সুজনের আয় সাহেবের আয় থেকে কত কম?

38 / 60

38. সাহেব ও সুজন একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। সাহেব ঐ কাজটি একা 12 দিনে করতে পারে। সুজন একা কাজটি কত দিনে করবে?

39 / 60

39. The rocket ____ the target.

40 / 60

40. প্রথম আন্তর্জাতিক আধুনিক অলিম্পিয়াড কত সালে অনুষ্ঠিত হয়?

41 / 60

41. জাপানের রাজধানী কি?

42 / 60

42. তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648; সংখ্যা তিনটির গ.সা.গু. হবে –

43 / 60

43. এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যে 160টি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 40 সেমি. কাপড় দেয়। ব্যক্তির শতকরা লাভ কত?

44 / 60

44. দুটি স্থানের দূরত্ব 200 কিমি। একস্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার এক ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা হলে, বাসের গতিবেগ কত?

45 / 60

45. কোন খাল লোহিত ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে?

46 / 60

46. বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?

47 / 60

47. 55, 60 ও 45 জন ছাত্রবিশিষ্ট ব্যাচের গড় নম্বর যথাক্রমে 55, 60, 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত?

48 / 60

48. বৃহত্তম দ্বীপ কোনটি?

49 / 60

49. আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

50 / 60

50. জেনু কুরুবা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়?

51 / 60

51. 3 টি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত –

52 / 60

52. Give the Singular form of ‘Lives’

53 / 60

53. পৃথিবীর ফুসফুস কাকে বলে?

54 / 60

54. হীরার প্রধান উপাদান কোনটি?

55 / 60

55. Give the Antonym of ‘Lend’

56 / 60

56. A ও B এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3; যদি উভয়ই মাসে 400 টাকা সঞ্চয় করে, তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা?

57 / 60

57. As ____ as a pig.

58 / 60

58. সম্প্রতি সংবাদে দেখা যায় যে শিংলস রোগটি কোন কার্যকারক দ্বারা সৃষ্ট?

59 / 60

59. প্রথম 20 টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হল –

60 / 60

60. The train is an hour ____ .

Your score is

The average score is 45%

0%



স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি  মক টেস্ট | Online WBSSC Group C Mock Test 2025

স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2025 পরীক্ষায় সাফল্য লাভের জন্য স্কুল সার্ভিস গ্রুপ সি মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত  অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি মক টেস্ট -র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment