প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা WBSSC Group D Gk বাংলায় PDF (WBSSC Group D Gk in Bengali PDF Download) উপস্থাপন করছি | এই Gk বাংলায় PDF ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন |
WBSSC Group D Gk in Bengali PDF 2025
1-10 গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর:-
1. ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয়?
উত্তর :- ১৯৮৬ খ্রিস্টাব্দে
2. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর :- ঋষভনাথ
3. মহাবলীপুরমের রথমন্দির কে নির্মাণ করেন?
উত্তর :- নরসিংহ বর্মন
4. আমাদের দেশে নিউক্লীয় বিজ্ঞানের জনক কে?
উত্তর :- হোমি জাহাঙ্গির ভাবা
5. ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কী?
উত্তর :- গঙ্গা নদী
6. পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে
উত্তর :- এশিয়ার দেশগুলিতে
7. মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল?
উত্তর :- কৃষিকাজ
8. কে শিলাদিত্য উপাধি গ্রহণ করেন?
উত্তর :- হর্ষবর্ধন
9. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার?
উত্তর :- নৌকার দাঁড়
10. উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উত্তর :- তাপ্তি
- আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF [ Free] Part-02| Modern Indian History PDF Download – Eduvate Portal
- স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-03 [ Free] | WBSSC Group D Mock Test Free – Eduvate Portal
- ভূগোল প্রশ্ন ও উত্তর PDF Part-11 [ Free ] | Indian Geography Questions PDF in Bengali – Eduvate Portal
- এসএসসি জিডি কনস্টেবল পূর্ণাঙ্গ মক টেস্ট [ Free ] – 02 | SSC GD Constable Mock Test Online – Eduvate Portal
- ডিসেম্বর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Monthly Current Affairs MCQs PDF – December 2025– Eduvate Portal
WBSSC Group D Gk in Bengali PDF Free
11-20 গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর:-
11. ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তর :- সৌরবিদ্যুৎ
12. বিগ -ব্যাং তত্ত্বের প্রবক্তা-
উত্তর :- এডউইন হারল
13. কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙক উপাধি গ্রহণ করেন?
উত্তর :- সমুদ্রগুপ্ত
14. কার্য হল-
উত্তর :- দুটি ভেক্টর রাশির গুণফল
15. কোন শহরকে Cottonpolis বলা হয়?
উত্তর :- আহমেদাবাদ
16. ডিসলেক্সিয়া নামক রোগটি হয় কী কারনে?
উত্তর :- সিসা দূষণের জন্য
17. ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয়?
উত্তর :- ১৯২৩
18. কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়?
উত্তর :- ১৯২১
19. কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কত গুন?
উত্তর :- দুইগুন
20. ইউরেনাসের বায়ুমন্ডলে কী গ্যাস আছে?
উত্তর :- মিথেন
WBSSC Group D Gk in Bengali PDF 2025 Free
21-30 গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর:-
21. ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন-
উত্তর :- ওডাম
22. ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত?
উত্তর :- 180
23. গুপ্ত শাসকরা জে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হত –
উত্তর :- রুপায়ক
24. কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়?
উত্তর :- ইলেকট্রন
25. নিচের মধ্যে কোনটি পাখিদের অভয়ারণ্য?
উত্তর :- ঘানা (রাজস্থান )
26. ক্যাটালেটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর :- মোটর যান – এর দূষণ নিয়ন্ত্রণ
27. নিচের কোনটি অন্তরক পদার্থ নয়?
উত্তর :- গ্রাফাইট
28. কার রাজসভায় নবরত্ন গুণীজন শোভা পেতেন?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
29. MIC পুরো কথাটি কী?
উত্তর :- মিথাইল আইসোসায়ানেট
30. ভারতের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তর :- কয়লা
File Details : WBSSC Group D Gk in Bengali PDF Download
Language : Bengali
No of Pages: 02
Click Here : TO DOWNLOAD
বিনামূল্যে Study Materials এবং Mock Test পেতে আমাদের WEBSITE VISIT করুন
![অক্টোবর 2025 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF [ Free ] | Oct 2025 Monthly Current Affairs PDF in Bengali – Eduvate Portal Oct 2025 Monthly Current Affairs PDF Download](https://i0.wp.com/www.eduvateportal.com/wp-content/uploads/2025/11/Monthly-CA-Oct-2025.webp?resize=150%2C150&ssl=1)




