স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01 [ Free ] | WBSSC Group D Mock Test in Bengali – Eduvate Portal

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট (WBSSC Group D Mock Test in Bengali) উপস্থাপন করছি | এই মক টেস্ট  স্কুল সার্ভিস গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য  গুরুত্বপূর্ণ | এখনই স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট শুরু করুন-

স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট পর্ব-01

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাস্কুল সার্ভিস গ্রুপ ডি
পর্ব01
প্রশ্নের সংখ্যা45
সময়60 মিনিট

WBSSC Group D Mock Test Part -01

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 45

1. কোথায় FEAST 2025 সফটওয়্যার উন্মোচন করল ইসরো (ISRO)?

2 / 45

2. এখন থেকে 3 বছর পর পান্নার বয়স ইউজিনর বয়সের 3 গুণের চেয়ে 4 বছর কম হবে। তাদের বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হলে, পান্নার বর্তমান বয়স কত?

3 / 45

3. যদি কোনো মূলধন 10 বছরে তার 3 গুণে পরিণত হয়, তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।

4 / 45

4. বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কটি?

5 / 45

5. 32টি পেন, 24টি পেন্সিল, এবং 16টি রাবার আছে। একটিও বাদ না দিয়ে সমস্ত জিনিসগুলি নিয়ে সর্বাধিক কতগুলি সেট তৈরি করা যাবে?

6 / 45

6. ভিটামিন সি-এর অভাবে কী রোগ হয়?

7 / 45

7. একটি শংকর ধাতুতে তামা ও টিনের অনুপাত 3:2। যদি 250 গ্রাম তামা ওই সংকরে মেশানো হয়, তাহলে টিনের পরিমাণের দ্বিগুণ হবে। টিনের পরিমাপ কত?

8 / 45

8. সোনু মোনার থেকে 10% বেশি বিনিয়োগ করে এবং মোনা রঘুর থেকে 10% কম বিনিয়োগ করে। তিনজন মিলে যদি মোট 5780 টাকা বিনিয়োগ করে, তাহলে রঘু কত টাকা বিনিয়োগ করেছিল?

9 / 45

9. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF) বোর্ডের ভারতের নমিনি ডিরেক্টর হিসেবে অস্থায়ীভাবে কে নিযুক্ত হয়েছেন?

10 / 45

10. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?

11 / 45

11. একটি পরীক্ষায় পাস করার জন্য মোট 310 নম্বর পেতে হয়। একটি ছাত্র 28% নম্বর পেল এবং সে 93 নম্বরের জন্য ফেল করল। একজন ছাত্র সর্বাধিক কত নম্বর পেতে পারে?

12 / 45

12. এস এফ ডি এ (SFDA) কথাটির পুরো অর্থ কী?

13 / 45

13. কোন দেশে পেমেন্ট পাসকি সার্ভিস চালু করেছে মাস্টার কার্ড?

14 / 45

14. A ও B নল দুটি একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে এবং C নলটি 15 মিনিটে পূর্ণ করতে পারে। B ও C নল দুটি একত্রে একটি খালি চৌবাচ্চা যত সময় পূর্ণ করে, A একা সেই সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। A নলটি একা কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারবে?

15 / 45

15. 2025 সালের জুন মাসে ভারতের রাজ্যভিত্তিক জিএসটি (GST) সংগ্রহে শীর্ষে রয়েছে কোন রাজ্য?

16 / 45

16. 3000 টাকার 1 বছরে বার্ষিক 12% হারে সরল সুদ এবং অর্ধবার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত?

17 / 45

17. ভারতের প্রথম কোস্টলাইন ওয়েডারস বার্ড সেন্সাস পরিচালনা করেছে কোন রাজ্য?

18 / 45

18. জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয়?

19 / 45

19. মানুষের মেরুদন্ডে কতগুলো হাড় থাকে?

20 / 45

20. 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল?

21 / 45

21. অজন্তা গুহা চিত্র কোন রাজ্যে অবস্থিত?

22 / 45

22. মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডার মহিলাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল কোন ক্রিকেট বোর্ড?

23 / 45

23. 36 জন ব্যক্তি 140 মিটার লম্বা একটি প্রাচীর তৈরি করতে পারে 21 দিনে। 14 দিনে ওই প্রাচীর তৈরি করতে কতজন ব্যক্তির প্রয়োজন?

24 / 45

24. একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টা সময়ে যায় এবং অন্য ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টা সময়। দুটি ট্রেন সকাল 7টায় রওনা শুরু হলো। তারা কখন মিলিত হবে?

25 / 45

25. দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতলো কে?

26 / 45

26. দিল্লি ওয়ার্ল্ড বুকফেয়ার 2025-এর উদ্বোধন করলেন কে?

27 / 45

27. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত?

28 / 45

28. কোন নদীর তীরে নিউইয়র্ক শহরটি অবস্থিত?

29 / 45

29. প্রথম G20 ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হোস্ট করেছিল কে?

30 / 45

30. প্রথম মহিলা সিআইএসএফ (CISF) অফিসার হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কে?

31 / 45

31. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC)-এর অস্থায়ী সদস্য হিসেবে কত বছরের জন্য যোগদান করলো পাকিস্তান?

32 / 45

32. পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে?

33 / 45

33. শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী?

34 / 45

34. 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়?

35 / 45

35. ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করেছে কোন রাজ্য?

36 / 45

36. একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়। যদি ক্রয়মূল্য 10% কম হয় এবং বিক্রয়মূল্য 5.75 টাকা বেশি হয়, তবে লাভ হবে 30%। 20% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

37 / 45

37. মার্স গ্যাস হলো

38 / 45

38. দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার আর 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 7 মিটার/সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে অতিক্রম করবে?

39 / 45

39. একজন জেলে স্রোতের বিপরীতে 2 কিমি যেতে সময় নেয় 20 মিনিট। সে 15 মিনিটে ফিরে আসে। স্থির জলে নৌকার গতিবেগ কত?

40 / 45

40. ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত?

41 / 45

41. বিটি (BT) কথার অর্থ কী?

42 / 45

42. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

43 / 45

43. দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য 69। সংখ্যা দুটি হল

44 / 45

44. ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করল কোন কোম্পানি?

45 / 45

45. স্থানভেদে কোনটি পরিবর্তনশীল?

Your score is

The average score is 42%

0%



স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট | WBSSC Group D Mock Test in Bengali 2025

স্কুল সার্ভিস গ্রুপ ডি 2025 পরীক্ষায় সাফল্য লাভের জন্য স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট অত্যন্ত সহায়ক। নিয়মিত  অনুশীলন এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। স্কুল সার্ভিস গ্রুপ ডি মক টেস্ট -র সুবিধা নিয়ে নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment