পশ্চিমবঙ্গ পুলিশ মক টেস্ট পার্ট-03 | West Bengal Police Constable Mock Test in Bengali

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা  পশ্চিমবঙ্গ পুলিশ মক টেস্ট পার্ট-03 (West Bengal Police Constable Mock Test in Bengali) উপস্থাপন করছি | এই মক টেস্ট পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ | এখনই মক টেস্ট শুরু করুন|

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শুধু বই পড়লেই চলবে না, দরকার নিয়মিত অনুশীলন ও প্রস্তুতির মূল্যায়ন। আর সেখানেই  West Bengal Police Constable Mock Test in Bengali -এর গুরুত্ব অপরিসীম।

West Bengal Police Constable Mock Test in Bengali

EDUVATE PORTALMOCK TEST
পরীক্ষাপশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল
পর্ব03
প্রশ্নের সংখ্যা85
সময়60 মিনিট

WBP Constable Mock Test-03

মক টেস্ট শুরু করার জন্য "START" বোতামে ক্লিক করুন।

1 / 85

1. একটি বইয়ের সমস্ত পৃষ্ঠা সংখ্যা লেখার সময় 1সংখ্যাটি , 136 বার আসে। বইটির পৃষ্ঠা সংখ্যা কত হবে?

2 / 85

2. ঋষভ পশ্চিম দিকে হাঁটা শুরু করে। 70 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 35 মিটার সোজা হাঁটে। আবার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটে, আবার বাম দিকে ঘুরে 35 মিটার হাঁটে। শুরুর স্থান থেকে সে কত দূরে?

3 / 85

3. Which of these is not considered in a telephonic conversation?

4 / 85

4. কোডেড ভাষায়, REGULAR কে GERTRAL লেখা হয়। BROTHER কে সেই ভাষায় কীভাবে লেখা হবে?

5 / 85

5. তাপস মিহিরের দ্বিগুণ দ্রুত কাজ করে। দুজনে মিলে 12 দিনে একটা কাজ শেষ করলে, তাপস একাই তা শেষ করতে পারবে?

6 / 85

6. 5 জন পুরুষ 6 দিনে একটি কাজ করতে পারে এবং 10 জন মহিলা 5 দিনে এটি করতে পারে। 5 জন মহিলা এবং 3 জন পুরুষ কত দিনে করতে পারে?

7 / 85

7. কোন সংখ্যাটি অনুপস্থিত: 7, 14, 28, ?, 112।

8 / 85

8. The pronouns _____ as subjects are always used with a plural verb.

9 / 85

9. দশটি সংখ্যার গড় হল 7। প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে বাকি সংখ্যার গড় হবে

10 / 85

10. কোন রাজ্য সরকার “সম্মান সঞ্জীবনী” অ্যাপ চালু করেছে?

11 / 85

11. একজন লোক পূর্ব দিকে মুখ করে আছে। তারপর সে 45° ঘড়ির কাঁটার বিপরীতে, আবার 180° ঘড়ির কাঁটার বিপরীতে এবং তারপর 225° ঘড়ির কাঁটার দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?

12 / 85

12. My mother is the _ ________ inspiration in my life ?

13 / 85

13. রিকটার স্কেলে কি পরিমাপ করা হয় ?

14 / 85

14. ধারাবাহিকের পরবর্তী পদ কোনটি: A, C, F, J, ?

15 / 85

15. একটি বইয়ের সবসময় থাকে -

16 / 85

16. বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত?

17 / 85

17. একটি জাহাজ 15 কিমি/ঘন্টা বেগে সমুদ্রে যাত্রা করে এবং 20 কিমি/ঘন্টা বেগে ফিরে যায়। পাল তোলার গড় হার কত হবে?

18 / 85

18. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?

19 / 85

19. 15টি সংখ্যার গড় হল 15৷ যদি প্রথম পাঁচটি সংখ্যার গড় 14 এবং অন্যান্য 9টি সংখ্যার গড় 16 হয়, তাহলে মধ্যবর্তী সংখ্যাটি নির্ণয় করুন৷

20 / 85

20. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?

21 / 85

21. ভারত কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতার উপর দ্বিতীয় BIMSTEC বিশেষজ্ঞ গোষ্ঠীর সভা আয়োজন করেছে?

22 / 85

22. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?

23 / 85

23. 4 জন পুরুষ এবং 6 জন মহিলা 8 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, যেখানে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা 10 দিনে এটি সম্পূর্ণ করতে পারে। 10 জন মহিলা কত দিনে এটি সম্পূর্ণ করবেন?

24 / 85

24. কোশের মস্তিষ্ক বলা হয়—

25 / 85

25. মানুষের দেহকোষে ক্রোমােজোম সংখ্যা-

26 / 85

26. 100 মিটার চণ্ডীগড় এক্সপ্রেস 60 কিমি/ঘন্টা বেগে চলে। 150 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

27 / 85

27. অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয় ?

28 / 85

28. একটি মিশ্রণে 7 : 5 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে৷ যদি মিশ্রণে 8 লিটার জল যোগ করা হয় তবে অনুপাতটি 7 : 9 হবে৷ প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় কর?

29 / 85

29. যদি ‘ARUN’ কে 54 হিসেবে কোড করা হয়, তাহলে ‘VARUN’ কে কীভাবে কোড করা হবে?

30 / 85

30. নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

31 / 85

31. “বুদ্ধচরিতের রচয়িতা” কে?

32 / 85

32. একটি নির্দিষ্ট ভাষায়, CADET কে 31457 লেখা হয়। একই ভাষায় DEFER কিভাবে লেখা হবে?

33 / 85

33. হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” কার লেখা?

34 / 85

34. দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5 : 2 এবং 6 : 1 মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে?

35 / 85

35. মামা-ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?

36 / 85

36. যদি FLOWER কে 14 এবং DISTASTE কে 18 কোড করা হয়, তাহলে BUREAUCRAT কে কীভাবে কোড করা হবে?

37 / 85

37. কোড ল্যাঙ্গুয়েজে, TANK কে 7-26-13-16 লেখা হয়। সেই ভাষায় CARGO কিভাবে লেখা হবে?

38 / 85

38. What part of speech connects words or groups of words? Examples are for, and,nor, but, or, yet, so

39 / 85

39. The police used tear gas to ________ the crowd ?

40 / 85

40. যদি DRIVE কে 59372 কোড করা হয় এবং SPUR কে 6489 কোড করা হয়, তাহলে PRIDE এর কোড কী হবে?

41 / 85

41. 1536, 384, 96, ___ সিরিজের পরবর্তী সংখ্যা কোনটি?

42 / 85

42. যদি সুরেশ তার চার বন্ধু A, B, C এবং D এর মধ্যে 1/2 : 1/4 : 1/5 : 1/7 অনুপাতে তার কলম বিতরণ করেন, তাহলে সুরেশের মোট কলম সংখ্যাটি খুঁজে বের করুন?

43 / 85

43. 6 জন শিক্ষার্থীর গড় বয়স 11 বছর। 14 এবং 16 বছর বয়সী আরও 2 জন শিক্ষার্থী যোগদান করলে তাদের গড় হয়ে যাবে

44 / 85

44. একজন পুরুষের প্রতিকৃতি দেখে মোহন বলল, "তার মা আমার বাবার ছেলের স্ত্রী এবং আমার কোন ভাই-বোন নেই।" মোহন কার প্রতিকৃতির দিকে তাকিয়ে ছিল?

45 / 85

45. Which part of speech expresses "a mild or sudden burst of emotion?"

46 / 85

46. অর্জুন পূর্ব দিকে এগোতে শুরু করে। 50 মিটার দৌড়ানোর পর, সে বাম দিকে ঘুরে সোজা 15 মিটার হাঁটে। তারপর, সেখান থেকে, সে বাম দিকে ঘুরে সোজা 30 মিটার হাঁটে। আবার বাম দিকে 15 মিটার ঘুরতে থাকে। সে শুরুর স্থান থেকে কত দূরে?

47 / 85

47. 2, 6, 15, 31, 56, 93 ধারার কোন সংখ্যাটি ভুল?

48 / 85

48. একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, SON কে 345 এবং ROAM কে 6412 লেখা হয়। একই ভাষায় RANSOM কিভাবে লেখা হবে?

49 / 85

49. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ?

50 / 85

50. যদি MADE কে 12236 এবং BAD কে 123 কোড করা হয়, তাহলে DECK কে কীভাবে কোড করা হবে?

51 / 85

51. কোন্ বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন – Origin of Species ?

52 / 85

52. যদি a : b = 2 : 3 এবং b : c = 5 : 7 হয়, তাহলে a : b : c -

53 / 85

53. কম্পিউটারের ভাইরাসকে কী বলে?

54 / 85

54. শরদের বয়স 60 বছর এবং সন্তোষের বয়স 80 বছর। কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4 : 6?

55 / 85

55. বল একটি-

56 / 85

56. দুটি সংখ্যার অনুপাত 8:7 তাদের সমষ্টি 450 হলে, সংখ্যাদুটি—

57 / 85

57. You ve cleared the __________ examination, haven t you ?

58 / 85

58. A, B এর অর্ধেক কাজ তিন-চতুর্থাংশ সময়ে করে। যদি তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে 18 দিন নেয়, তবে B একা এটি করতে কত সময় নেবে?

59 / 85

59. কোশ কথাটি প্রবর্তন করেন-

60 / 85

60. A একটি কাজ 20 দিনে এবং B 40 দিনে করতে পারে৷ যদি তারা একসাথে 5 দিন কাজ করে, তাহলে বাকি কাজের ভগ্নাংশ কত হবে?

61 / 85

61. ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত ?

62 / 85

62. খবরে দেখা গেছে পাংসাউ পাস কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

63 / 85

63. নিচের কোন সংখ্যাটিকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 5 থাকবে, তা সর্বনিম্ন?

64 / 85

64. 3টি পাম্প, দিনে 4 ঘন্টা কাজ করে, 2 দিনে একটি ট্যাঙ্ক খালি করতে পারে৷ একদিনে ট্যাঙ্ক খালি করতে 4টি পাম্পকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে?

65 / 85

65. _ ab _ b _ aba _ _ abab

66 / 85

66. যদি কোন কোড ল্যাঙ্গুয়েজে FRIDGE কে GTLHLK লেখা হয়, তাহলে একই ভাষায় KETTLE শব্দটি কীভাবে লিখবেন?

67 / 85

67. কোন প্রতিষ্ঠান 2025 সালের আর্থিক স্বাস্থ্য সূচক প্রকাশ করেছে?

68 / 85

68. হাইপোফোবিয়া: উচ্চতা :: হাইলোফোবিয়া: ?

69 / 85

69. bca _ b _ aabc _ a _ caa

70 / 85

70. কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?

71 / 85

71. যদি 30 জন পুরুষ 20 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ কত ঘন্টায় কাজটি করবে?

72 / 85

72. যদি SMOKE কে 81643 এবং PRANK কে 72954 কোড করা হয়, তাহলে আপনি ROSE কে কীভাবে কোড করবেন?

73 / 85

73. I watched him ________ ?

74 / 85

74. নিচের কোনটি বৃহত্তম?

75 / 85

75. The teacher always gives "the students" homework.

76 / 85

76. একটি বিল অর্থ বিল কি না তা কে সিদ্ধান্ত নেয়?

77 / 85

77. We left for the mountain just before six in the morning. Which part of speech is the word "left" in this sentence?

78 / 85

78. গতকালের আগের দিন ছিল শনিবার। পরশু কী হবে?

79 / 85

79. একটি ট্রেন একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয় এবং 15 মিনিটে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় কর?

80 / 85

80. লােকটাক হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?

81 / 85

81. দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

82 / 85

82. একটি কোড ল্যাঙ্গুয়েজে, VICTOR কে CIVSYRO লেখা হয়। সেই ভাষায় TRAITOR কিভাবে লেখা হবে?

83 / 85

83. যদি 30 জন পুরুষ 56 মিটার দীর্ঘ একটি প্রাচীর 5 দিনে বানাতে পারে, তাহলে 40 জন পুরুষ 3 দিনে কত দৈর্ঘ্যের একই প্রাচীর তৈরি করতে পারে?

84 / 85

84. একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা—

85 / 85

85. রমন বলেন, "অনুজের মা আমার মায়ের একমাত্র মেয়ে।" রমনের সাথে অনুজের সম্পর্ক কী?

Your score is

The average score is 50%

0%



পশ্চিমবঙ্গ পুলিশ মক টেস্ট | West Bengal Police Constable Mock Test in Bengali

WBP মক টেস্ট কেবল একটি অনুশীলন নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক টুল যা আপনাকে পরীক্ষার দিন সাফল্যের খুব কাছাকাছি নিয়ে যেতে পারে। যদি আপনি বাংলা মাধ্যমের ছাত্র হন, তাহলে আপনার জন্য বাংলা ভাষায় মক টেস্ট অনুশীলন করা আরও কার্যকর ও ফলপ্রসূ হবে। সঠিক রুটিন, মানসম্পন্ন প্রশ্নপত্র ও আত্মবিশ্লাস – এই তিনে মিলেই গড়ে উঠবে WBP-র জন্য আপনার জয়যাত্রা।

Hello Friends! I'm MD MONERUZZMAL SEKH, Founder, Editor, and Lead Content Creator of Eduvate Portal. With over 6 years of dedicated experience in the education sector, I've built this platform to empower government job aspirants through high-quality Study Materials and Mock Tests.

Leave a Comment